Ajker Patrika

সাটুরিয়ায় রাইজিং নীট মিলে ডাকাতি

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
সাটুরিয়ায় রাইজিং নীট মিলে ডাকাতি

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের রাইজিং মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীদের বেঁধে মিলের ৪৩ লাখ টাকার মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে। রাইজিং নীট টেক্সটাইল লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মোশারফ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

জানা যায়, ১০ থেকে ১২ জনের সংবদ্ধ একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীদের বেঁধে গেটের তালা খুলে তাঁদের সঙ্গে আনা কাভার্ডভ্যান মিলের ভেতরে প্রবেশ করায়। পরে ডাকাতদল মিলের ৩ নম্বর গোডাউনের তালা ভেঙ্গে ৩ হাজার ৯ শত ৯৯ কেজি লেকরা ইয়ার্ন ও ১৩৭ কেজি ফিলামেন্ট পলেস্টার ইয়াং লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ১৯ হাজার টাকা।

মিলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মোশারফ হোসেন বলেন, ঘটনার পরপরই বিষয়টি সাটুরিয়া থানায় জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ, থানার পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, পুলিশ সুপার মানিকগঞ্জ, সিআইডি মানিকগঞ্জ প্রতিনিধি দল ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হাবিবুর রহমান হাবিব জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। এঘটনায় থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত