Ajker Patrika

বিয়ের দেড় মাস পরই করোনায় মারা গেলেন সরকারি প্রকৌশলী

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
বিয়ের দেড় মাস পরই করোনায় মারা গেলেন সরকারি প্রকৌশলী

মেহেদীর রং না শুকাতেই করোনা কেড়ে নিল এক সরকারি প্রকৌশলীর প্রাণ।

মো. ওমর ফারুক (৩৫) নামে ওই কর্মকর্তা কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ–সহকারী প্রকৌশলী ছিলেন। তিনি পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আওলিয়া পাড়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর ওমর ফারুককে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারের সূত্রে জানা যায়, ওমর ফারুক মাস দেড়েক আগে বিয়ে করেন। একই উপজেলার বাসিন্দা তাঁর স্ত্রী সালমা আক্তার স্বামীর মৃত্যুর সংবাদ শুনেই জ্ঞান হারিয়ে ফেলেন।

কটিয়াদীর ইউএনও জ্যোতিশ্বর পাল বলেন, ওমর ফারুকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত