নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর হাতিরঝিলে মহানগর ব্রিজের নিচ থেকে উদ্ধার করা সেই মরদেহের পরিচয় পাওয়া গেছে। আসাদ খান নামের ২৪ বছর বয়সী ওই যুবকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া গ্রামে। বাবার নাম রমজান আলী খান। দীর্ঘদিন স্ত্রী সানজিদা আক্তার মীমের সঙ্গে ঝগড়া চলছিল এই যুবকের। দুই মাসের বেশি সময় ধরে আলাদা বসবাসও করছিলেন দুজন। প্রেমের সম্পর্কে বিয়ে করার কারণে পরিবারের সঙ্গেও দূরত্ব ছিল আসাদের।
স্ত্রী ও পরিবারের ওপর অভিমান করে গতকাল শনিবার সকালে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করছে হাতিরঝিল থানার পুলিশ ও স্ত্রী সানজিদা আক্তার মীম। এ ঘটনায় গত রাতে হাতিরঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ঘটনার পরেই মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলর মর্গে সংরক্ষণ করা হয়েছে।
ঝগড়া শুরুর কয়েক দিন পর থেকেই স্ত্রী সানজিদা আক্তার মীমকে একসঙ্গে থাকার অনুরোধ করে আসছিলেন আসাদ। কিন্তু মীম তাতে রাজি হচ্ছিলেন না। আত্মহত্যা করার আগেও বেশ কয়েকবার স্ত্রীকে তাঁর কাছে চলে আসার অনুরোধ করেন নানাভাবে। কিন্তু যেতে রাজি হননি বলে আজকের পত্রিকাকে জানান মীম।
মীম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রেমের বিয়ে। দুই-তিন মাস ধরে ঝগড়া চলছিল এবং আমরা আলাদা থাকছিলাম। গত কয়েক দিন ধরে আমাকে তার কাছে চলে যেতে বলছিল। আমি যেতে না চাওয়ায় আবার ঝগড়া হয়। তারপর কীভাবে কী হয়ে গেল আমি কিছুই জানি না। সম্পর্ক ভালো না থাকায় ওর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ ছিল না।’
মীম বলেন, আসাদ বাড্ডার একটি বহুমুখী কোম্পানির বড় কোনো কর্মকর্তার ব্যক্তিগত সহকারী ও প্রাইভেট কারের চালক হিসেবে কাজ করতেন। তবে সেই কোম্পানি ও কর্মকর্তার নাম বলেননি তিনি।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থেকে এই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে তেমন কিছু জানা যায়নি। খবর পেয়ে টাঙ্গাইল থেকে আসাদের বাবা ও ভাই হাতিরঝিল থানায় আসছেন।
এই মামলার তদন্ত কর্মকর্তা লব চৌহান বলেন, গভীর রাতে আমি মামলার তদন্তভার পেয়েছি। এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানি না। বিস্তারিত জেনে পরে জানাব।
এর আগে গতকাল শনিবার সকালে হাতিরঝিল লেকের মহানগর ব্রিজ থেকে পানিতে লাফ দেন আসাদ। সেখানে থাকা দুজন তরুণ ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় নিরাপত্তাকর্মীকে জানান। এরপর তাঁরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লেক থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
রাজধানীর হাতিরঝিলে মহানগর ব্রিজের নিচ থেকে উদ্ধার করা সেই মরদেহের পরিচয় পাওয়া গেছে। আসাদ খান নামের ২৪ বছর বয়সী ওই যুবকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া গ্রামে। বাবার নাম রমজান আলী খান। দীর্ঘদিন স্ত্রী সানজিদা আক্তার মীমের সঙ্গে ঝগড়া চলছিল এই যুবকের। দুই মাসের বেশি সময় ধরে আলাদা বসবাসও করছিলেন দুজন। প্রেমের সম্পর্কে বিয়ে করার কারণে পরিবারের সঙ্গেও দূরত্ব ছিল আসাদের।
স্ত্রী ও পরিবারের ওপর অভিমান করে গতকাল শনিবার সকালে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করছে হাতিরঝিল থানার পুলিশ ও স্ত্রী সানজিদা আক্তার মীম। এ ঘটনায় গত রাতে হাতিরঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ঘটনার পরেই মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলর মর্গে সংরক্ষণ করা হয়েছে।
ঝগড়া শুরুর কয়েক দিন পর থেকেই স্ত্রী সানজিদা আক্তার মীমকে একসঙ্গে থাকার অনুরোধ করে আসছিলেন আসাদ। কিন্তু মীম তাতে রাজি হচ্ছিলেন না। আত্মহত্যা করার আগেও বেশ কয়েকবার স্ত্রীকে তাঁর কাছে চলে আসার অনুরোধ করেন নানাভাবে। কিন্তু যেতে রাজি হননি বলে আজকের পত্রিকাকে জানান মীম।
মীম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রেমের বিয়ে। দুই-তিন মাস ধরে ঝগড়া চলছিল এবং আমরা আলাদা থাকছিলাম। গত কয়েক দিন ধরে আমাকে তার কাছে চলে যেতে বলছিল। আমি যেতে না চাওয়ায় আবার ঝগড়া হয়। তারপর কীভাবে কী হয়ে গেল আমি কিছুই জানি না। সম্পর্ক ভালো না থাকায় ওর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ ছিল না।’
মীম বলেন, আসাদ বাড্ডার একটি বহুমুখী কোম্পানির বড় কোনো কর্মকর্তার ব্যক্তিগত সহকারী ও প্রাইভেট কারের চালক হিসেবে কাজ করতেন। তবে সেই কোম্পানি ও কর্মকর্তার নাম বলেননি তিনি।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থেকে এই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে তেমন কিছু জানা যায়নি। খবর পেয়ে টাঙ্গাইল থেকে আসাদের বাবা ও ভাই হাতিরঝিল থানায় আসছেন।
এই মামলার তদন্ত কর্মকর্তা লব চৌহান বলেন, গভীর রাতে আমি মামলার তদন্তভার পেয়েছি। এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানি না। বিস্তারিত জেনে পরে জানাব।
এর আগে গতকাল শনিবার সকালে হাতিরঝিল লেকের মহানগর ব্রিজ থেকে পানিতে লাফ দেন আসাদ। সেখানে থাকা দুজন তরুণ ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় নিরাপত্তাকর্মীকে জানান। এরপর তাঁরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লেক থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রাজশাহীতে ফরিদুল ইসলাম খান নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ পরিদর্শককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. মুসরাত জেরিন এই আদেশ দেন।
২৫ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (জিডিজিএস) প্রথমবারের মতো ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
৩১ মিনিট আগে২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দৈনিক আজকের পত্রিকার অনলাইনে ‘সিনিয়রদেরও বিরাগভাজন হয়েছিলেন দুদকের শরীফ উদ্দিন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের সাবেক সহকারী কমিশনার ও নারায়ণগঞ্জ সদরের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
৩৬ মিনিট আগে