Ajker Patrika

কটিয়াদীতে শিয়ালের কামড়ে আহত ১২

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কটিয়াদীতে শিয়ালের কামড়ে আহত ১২

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিয়ালের কামড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফরিদা বেগম (৪০), কাউছার মিয়া (১২), ফজলু আফ্রাদ (৪৫), রুবিনা আক্তার (৩৫), বাদল জোয়ারদার (৪৬), সাইদুর রহমান (৬২), রাকিব মিয়া (১২), মাইন উদ্দিন আফ্রাদ (৬৫), রিমন মিয়া (২) ও রোকসানা আক্তার (৩৫)। আহতরা সকলেই উপজেলার লোহাজুড়ী ইউনিয়নের চর কাউনিয়া ও উত্তর দোহাজারী গ্রামের বাসিন্দা। 

লোহাজুরীর চরকাউনিয়া ওয়ার্ড সদস্য মো. আব্দুল ওয়াদুদ বাবুল বলেন, আজ দুপুরের দিকে একটি শিয়াল চরকাউনিয়া ও উত্তর লোহাজুরী গ্রামের অন্তত ১২ জনকে কামড়িয়ে আহত করেছে। এরপর চরকাউনিয়া গ্রামে শিমের জমিতে রোকসানা নামে এক গৃহবধূ তাঁর ছেলে বোরহান উদ্দিনকে নিয়ে কাজ করতে যায়। এ সময় শিয়ালটি বোরহানকে কামড়াতে দৌড়ে আসলে রোকসানা ছেলেকে আগলে দাঁড়ালে তাঁকে কামড় দেয়। এ সময় তাদের চিৎকারে লোকজন লাঠিসোঁটা নিয়ে ছুটে এসে শিয়ালটিকে মেরে ফেলে। 

ওয়ার্ড সদস্য আরও বলেন, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিয়ালটি মেরে ফেলতে পেড়ে লোকজন এখন নিরাপদ বোধ করছেন। 

এ বিষয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব বলেন, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে তাঁদের জলাতঙ্কের টিকা ও প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত