শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে রামদা দিয়ে কুপিয়ে এক কৃষকের হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসুতা গ্রামে এ ঘটনা ঘটে। বিচ্ছিন্ন করা কবজি নিয়ে থানায় হাজির হন ভুক্তভোগী কৃষক।
অভিযুক্ত ব্যক্তির নাম অমৃত বিশ্বাস (৪০)। তিনি তাঁতীসুতা গ্রামের রাম দুলাল বিশ্বাসের ছেলে এবং টাঙ্গাইলের নাগরপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি অফিস ফাঁকি দিয়ে বাড়িতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছেন নিশ্চিত করেছেন নাগরপুর থানা-পুলিশ।
ভুক্তভোগী কৃষকের নাম হযরত আলী (৬০)। তিনিও তাঁতীসুতা গ্রামের বাসিন্দা।
আহত কৃষক হযরত আলীর স্ত্রী রহিমা বেগম বলেন, ‘আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আমার বসতবাড়ি পাশে অভিযুক্তরা বন বিভাগের জমিতে থাকা সৃজিত গাছের চারা কেটে জমি জবরদখল করতে চেষ্টা করে। এ সময় তাদের এ অবৈধ কাজে বাধা দেন আমার স্বামী। এ সময় অভিযুক্ত ব্যক্তি আমার স্বামীকে এলোপাতাড়ি মারধর করে। অভিযুক্তের হাতে থাকা ধারালো রামদা দিয়ে সজোরে কোপ দেয়। এ সময় আমার স্বামী হাত দিয়ে আত্মরক্ষায় চেষ্টা করলে তাঁর বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় ওরা দৌড়ে চলে যায়। আমার স্বামী বিচ্ছিন্ন হাত নিয়ে দৌড়ে থানায় চলে যায়। এরপর আমরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিই। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।’
তাঁতীসুতা গ্রামের বাসিন্দা মো. সোহাগ মিয়া বলেন, ‘অভিযুক্ত অমৃত পুলিশের দাপট দেখিয়ে প্রতিনিয়ত অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তার অত্যাচারে গ্রামের অনেক মানুষ অতিষ্ঠ। আমরা তার কঠিন বিচার দাবি করছি।’
শ্রীপুর সদর বিটের কর্মকর্তা মো. আলাল খান বলেন, ‘যে জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। সেটি বন বিভাগের জমি। বনের জমি নিয়ে তাদের বিরোধের বিষয়টি খুবই দুঃখজনক।’
টাঙ্গাইলের নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, ‘কনস্টেবল অমৃত বিশ্বাসকে গতকাল জরুরি ডাক ডিউটিতে রেঞ্জ অফিসে পাঠানো হয়। সে তো কোনো ধরনের ছুটি নেয়নি, তবে কী করে বাড়িতে গেল, এ বিষয়ে আমাদের অবহিত করেনি। বিষয়টি ইতিমধ্যে আমরা অবহিত হয়েছি।’
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আকতার বলেন, আজ সকালে কবজি বিচ্ছিন্ন কৃষক থানায় চলে আসেন। এর পরপরই ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে গেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে রামদা দিয়ে কুপিয়ে এক কৃষকের হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসুতা গ্রামে এ ঘটনা ঘটে। বিচ্ছিন্ন করা কবজি নিয়ে থানায় হাজির হন ভুক্তভোগী কৃষক।
অভিযুক্ত ব্যক্তির নাম অমৃত বিশ্বাস (৪০)। তিনি তাঁতীসুতা গ্রামের রাম দুলাল বিশ্বাসের ছেলে এবং টাঙ্গাইলের নাগরপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি অফিস ফাঁকি দিয়ে বাড়িতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছেন নিশ্চিত করেছেন নাগরপুর থানা-পুলিশ।
ভুক্তভোগী কৃষকের নাম হযরত আলী (৬০)। তিনিও তাঁতীসুতা গ্রামের বাসিন্দা।
আহত কৃষক হযরত আলীর স্ত্রী রহিমা বেগম বলেন, ‘আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আমার বসতবাড়ি পাশে অভিযুক্তরা বন বিভাগের জমিতে থাকা সৃজিত গাছের চারা কেটে জমি জবরদখল করতে চেষ্টা করে। এ সময় তাদের এ অবৈধ কাজে বাধা দেন আমার স্বামী। এ সময় অভিযুক্ত ব্যক্তি আমার স্বামীকে এলোপাতাড়ি মারধর করে। অভিযুক্তের হাতে থাকা ধারালো রামদা দিয়ে সজোরে কোপ দেয়। এ সময় আমার স্বামী হাত দিয়ে আত্মরক্ষায় চেষ্টা করলে তাঁর বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় ওরা দৌড়ে চলে যায়। আমার স্বামী বিচ্ছিন্ন হাত নিয়ে দৌড়ে থানায় চলে যায়। এরপর আমরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিই। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।’
তাঁতীসুতা গ্রামের বাসিন্দা মো. সোহাগ মিয়া বলেন, ‘অভিযুক্ত অমৃত পুলিশের দাপট দেখিয়ে প্রতিনিয়ত অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তার অত্যাচারে গ্রামের অনেক মানুষ অতিষ্ঠ। আমরা তার কঠিন বিচার দাবি করছি।’
শ্রীপুর সদর বিটের কর্মকর্তা মো. আলাল খান বলেন, ‘যে জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। সেটি বন বিভাগের জমি। বনের জমি নিয়ে তাদের বিরোধের বিষয়টি খুবই দুঃখজনক।’
টাঙ্গাইলের নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, ‘কনস্টেবল অমৃত বিশ্বাসকে গতকাল জরুরি ডাক ডিউটিতে রেঞ্জ অফিসে পাঠানো হয়। সে তো কোনো ধরনের ছুটি নেয়নি, তবে কী করে বাড়িতে গেল, এ বিষয়ে আমাদের অবহিত করেনি। বিষয়টি ইতিমধ্যে আমরা অবহিত হয়েছি।’
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আকতার বলেন, আজ সকালে কবজি বিচ্ছিন্ন কৃষক থানায় চলে আসেন। এর পরপরই ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে গেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক বাতিল করে পান্থকুঞ্জ ও হাতিরঝিল রক্ষার দাবিতে যৌথ বিবৃতি দিয়েছেন ১৫৭ জন বিশিষ্ট নাগরিক। আজ মঙ্গলবার (১৩ মে) ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের’ চলমান লাগাতার অবস্থান কর্মসূচির ১৫১তম দিনে সমর্থন জানিয়ে এই বিবৃতি দিলেন তাঁরা।
১ মিনিট আগেসাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা, পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক মো. রিপন মৃধা বাদী হয়ে এ মামলা করেন।
৪ মিনিট আগেডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. মোজাফফর হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়।
৯ মিনিট আগেপিচ গলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের একাধিক অংশ। সড়কের বিভিন্ন স্থানে পিচ গলে সড়ক উঁচু-নিচু হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি স্থানে রাস্তার ওপর বাঁক তৈরি হয়েছে। ফলে প্রতিদিন ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা।
১৩ মিনিট আগে