Ajker Patrika

তালা ভেঙে হলে জাবি শিক্ষার্থীরা

সাভার (ঢাকা) প্রতিনিধি
তালা ভেঙে হলে জাবি শিক্ষার্থীরা

তালা ভেঙে হলে ঢুকেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন হলের তালা ভেঙে ভেতরে ঢোকেন। 

এরপর একে একে ফজিলাতুন্নেছা হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল, প্রীতিলতা হল ও শেখ হাসিনা হলের তালা ভাঙা হয়েছে। 

তবে হলগুলোতে শিক্ষার্থী সংখ্যা কম হওয়ায় আজ হলে অবস্থান করবেন না বলে জানিয়েছেন তাঁরা। আগামীকাল শিক্ষার্থী সংখ্যা বাড়িয়ে বাকি হলের তালা ভেঙে হলে অবস্থান করবেন তাঁরা।

এর আগে গতকাল শনিবার বিকেলে শিক্ষার্থীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সময় বেঁধে দেন। প্রশাসন ওই সময়ের মধ্যে হল খুলে না দিলে শিক্ষার্থীরা নিজেরাই হল খোলার ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে আজ রোববার হলের তালা ভাঙেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত