উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করছেন গার্মেন্টস শ্রমিকেরা। এ সময় তাঁরা ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানান। আজ সোমবার সকাল ১০টার দিকে দক্ষিণখানের চালাবন এলাকায় ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও অন্যান্য গার্মেন্টসের শ্রমিকেরা এ বিক্ষোভ মিছিল করেন।
দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডে মিছিল শেষে তাঁরা পুনরায় চালাবন এসে জমায়েত হন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বিক্ষোভ সমাপ্ত হয়। পরে শ্রমিকেরা উত্তরা ডিসি অফিসে স্মারকলিপি জমা দেন।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে জানান, দেশে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ সবকিছুর দাম দিন দিন বেড়েই চলেছে। বাড়িভাড়াও বেড়েছে। সবকিছুর দাম বাড়লেও তাঁদের বেতন বৃদ্ধি হয় না। তাঁদের যে বেতন দেওয়া হয়, তা দিয়ে দু’বেলা দু’মুঠো ডাল-ভাত খাওয়াও মুশকিল হয়ে গেছে। তাই। বাধ্য হয়ে ড্যাজলিং ড্রেসেস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
শ্রমিকদের বিক্ষোভ মিছিলে আশপাশের দক্ষিণখান ও উত্তরখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরাও অংশগ্রহণ করে। আন্দোলনকালে শ্রমিকেরা ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানান।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ড্যাজলিং ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরা গার্মেন্টসের বাইরে চলে এসেছিল। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে। কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা পুলিশ সব সময় তাদের পাশে ছিলাম।’
ওসি সিদ্দিক আরও বলেন, ‘শ্রমিকদের একটি প্রতিনিধি দল আমাদের ডিসি স্যারের অফিসে গিয়ে কথা বলেছেন। একদিকে সরকারিভাবেও বেতন বৃদ্ধির কথা চলছে বলেও শুনেছি। সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটিই বাস্তবায়ন হবে।’
রাজধানীর দক্ষিণখানে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করছেন গার্মেন্টস শ্রমিকেরা। এ সময় তাঁরা ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানান। আজ সোমবার সকাল ১০টার দিকে দক্ষিণখানের চালাবন এলাকায় ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও অন্যান্য গার্মেন্টসের শ্রমিকেরা এ বিক্ষোভ মিছিল করেন।
দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডে মিছিল শেষে তাঁরা পুনরায় চালাবন এসে জমায়েত হন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বিক্ষোভ সমাপ্ত হয়। পরে শ্রমিকেরা উত্তরা ডিসি অফিসে স্মারকলিপি জমা দেন।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে জানান, দেশে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ সবকিছুর দাম দিন দিন বেড়েই চলেছে। বাড়িভাড়াও বেড়েছে। সবকিছুর দাম বাড়লেও তাঁদের বেতন বৃদ্ধি হয় না। তাঁদের যে বেতন দেওয়া হয়, তা দিয়ে দু’বেলা দু’মুঠো ডাল-ভাত খাওয়াও মুশকিল হয়ে গেছে। তাই। বাধ্য হয়ে ড্যাজলিং ড্রেসেস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
শ্রমিকদের বিক্ষোভ মিছিলে আশপাশের দক্ষিণখান ও উত্তরখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরাও অংশগ্রহণ করে। আন্দোলনকালে শ্রমিকেরা ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানান।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ড্যাজলিং ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরা গার্মেন্টসের বাইরে চলে এসেছিল। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে। কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা পুলিশ সব সময় তাদের পাশে ছিলাম।’
ওসি সিদ্দিক আরও বলেন, ‘শ্রমিকদের একটি প্রতিনিধি দল আমাদের ডিসি স্যারের অফিসে গিয়ে কথা বলেছেন। একদিকে সরকারিভাবেও বেতন বৃদ্ধির কথা চলছে বলেও শুনেছি। সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটিই বাস্তবায়ন হবে।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
২ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৩ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৩ ঘণ্টা আগে