রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় মহেষপুর ইউনিয়নের সাপমারা বাজারে ইট বোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
আজ সোমবার সকাল ৬টায় সাপমারা বাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত মাছ ব্যবসায়ীর নাম চিত্ত নিরঞ্জন দাস (৬৫)। তিনি মহেষপুর ইউনিয়নের আলগী মধ্যে পাড়া গ্রামের নিশিকান্ত দাসের ছেলে। আহতরা হলেন চিত্ত নিরঞ্জনের ভাই মনরঞ্জন দাস (৫০), ব্যাটারি চালিত অটোরিকশার চালক একই ইউনিয়নের বেগমাবাদ গ্রামের মুরশিদ মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৬টার দিকে আলগী বাজার থেকে ছেড়ে আসা ইট ভর্তি ট্রাক নীলকুঠি যাওয়ার সময় সাপমারা বাজার চৌরাস্তায় রায়পুরাগামী ব্যাটারি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে চিত্ত নিরঞ্জনের মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের সহোদর ভাই ও অটোরিকশা চালক গুরতর আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে পাশের উপজেলা ভৈরব হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ঘাতক ট্রাক চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে জব্দ করে পুলিশে খবর দেয়।
রায়পুরা থানার উপপরিদর্শক মো আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর রায়পুরায় মহেষপুর ইউনিয়নের সাপমারা বাজারে ইট বোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
আজ সোমবার সকাল ৬টায় সাপমারা বাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত মাছ ব্যবসায়ীর নাম চিত্ত নিরঞ্জন দাস (৬৫)। তিনি মহেষপুর ইউনিয়নের আলগী মধ্যে পাড়া গ্রামের নিশিকান্ত দাসের ছেলে। আহতরা হলেন চিত্ত নিরঞ্জনের ভাই মনরঞ্জন দাস (৫০), ব্যাটারি চালিত অটোরিকশার চালক একই ইউনিয়নের বেগমাবাদ গ্রামের মুরশিদ মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৬টার দিকে আলগী বাজার থেকে ছেড়ে আসা ইট ভর্তি ট্রাক নীলকুঠি যাওয়ার সময় সাপমারা বাজার চৌরাস্তায় রায়পুরাগামী ব্যাটারি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে চিত্ত নিরঞ্জনের মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের সহোদর ভাই ও অটোরিকশা চালক গুরতর আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে পাশের উপজেলা ভৈরব হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ঘাতক ট্রাক চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে জব্দ করে পুলিশে খবর দেয়।
রায়পুরা থানার উপপরিদর্শক মো আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অপরাধবিষয়ক সাংবাদিকতার কারণে আমাকে মাঝেমধ্যে হতাহতদের বিষয়ে খোঁজ নিতে হাসপাতালে যেতে হয়। তবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় এ কাজটি করার অভিজ্ঞতা ছিল ভিন্ন রকম। আহতদের আর্তচিৎকার এবং স্বজন বা আন্দোলনের সহকর্মীদের আহাজারির মধ্যে নিজেকে স্বাভাবিক রেখে তথ্যের সত্যতা নিশ্চিত করতে হয়েছে।
৩০ মিনিট আগেআমি তখন পল্টন এলাকায়। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আগের দিন ৪ আগস্ট রাজধানীসহ দেশজুড়ে সহিংসতায় বহু মানুষের মৃত্যু ঘটে। ছাত্র-জনতার আন্দোলন শেখ হাসিনার পতনের এক দফায় পরিণত হয়ে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছিল।
৩৫ মিনিট আগে৫ আগস্ট সকাল থেকেই ঢাকা শহরজুড়ে যেন বিদ্রোহের আগুন। গুলির শব্দ, রাজপথে পুলিশ-ছাত্র-জনতার পাল্টাপাল্টি ধাওয়ার দৃশ্য আর কোথাও কোথাও আগুনের লেলিহান শিখা—এ নিয়ে রাজধানী পরিণত হয়েছিল টানটান উত্তেজনা আর কিছুটা আতঙ্কের জনপদে।
৪৩ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
৬ ঘণ্টা আগে