টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেছেন, ‘ইঁদুর-বিড়াল খেলতে চাই না। যত দিন দায়িত্বে থাকছি, তত দিন দায়িত্বের সঙ্গে কাজ করতে চাই।’
আজ সোমবার গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেন, গাজীপুর দেশের একটি বৃহৎ সিটি করপোরেশন। এ নগরীতে পরিবেশ-জনস্বাস্থ্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন, মশকনিধন, ফুটপাত ও সিটি করপোরেশনের দখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারের বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।
জিসিসির প্রশাসক বলেন, জয়দেবপুর রেলক্রসিং এলাকায় একটি ফ্লাইওভার দ্রুত নির্মাণ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা ও বর্ষায় জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার জনগণের সঙ্গে সমন্বয় করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। জিসিসির উন্নয়ন কার্যক্রমে গণতান্ত্রিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় জনসাধারণ এবং সব অংশীজনের মতামতের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে টঙ্গীতে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও একটি খেলার মাঠ তৈরি করা হচ্ছে।
শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেন, নগরীতে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আলোচনা করে একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে নগরবাসীর ন্যায্য নাগরিক সেবা নিশ্চিত করার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেবে জিসিসি।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেছেন, ‘ইঁদুর-বিড়াল খেলতে চাই না। যত দিন দায়িত্বে থাকছি, তত দিন দায়িত্বের সঙ্গে কাজ করতে চাই।’
আজ সোমবার গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেন, গাজীপুর দেশের একটি বৃহৎ সিটি করপোরেশন। এ নগরীতে পরিবেশ-জনস্বাস্থ্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন, মশকনিধন, ফুটপাত ও সিটি করপোরেশনের দখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারের বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।
জিসিসির প্রশাসক বলেন, জয়দেবপুর রেলক্রসিং এলাকায় একটি ফ্লাইওভার দ্রুত নির্মাণ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা ও বর্ষায় জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার জনগণের সঙ্গে সমন্বয় করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। জিসিসির উন্নয়ন কার্যক্রমে গণতান্ত্রিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় জনসাধারণ এবং সব অংশীজনের মতামতের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে টঙ্গীতে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও একটি খেলার মাঠ তৈরি করা হচ্ছে।
শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেন, নগরীতে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আলোচনা করে একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে নগরবাসীর ন্যায্য নাগরিক সেবা নিশ্চিত করার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেবে জিসিসি।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের চামুছির শিয়ার অদূরে ২ দফা স্থলমাইন বিস্ফোরণে একটি কুকুর ও একটি বন্য শূকর মারা গেছে। আজ সোমবার বিকেলে ও রাতে পৃথক এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেনারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০০০ যথাযথভাবে সংস্কারের আহ্বান জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট। আজ সোমবার জোটের সচিবালয় লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে ধর্ষণের বিচার নিশ্চিতের দাবিতে আয়োজিত প্রতিবাদে প্রতিবন্ধকতা সৃষ্টি
২৩ মিনিট আগেকয়েক দিনের অস্থিরতা শেষে অনেকটা স্বাভাবিক হয়েছে খামারবাড়ির পরিবেশ। যে কর্মকর্তার বদলি ঘিরে এত উত্তেজনা, সেই মুহাম্মদ মাহবুবুর রশীদকে এরই মধ্যে অবমুক্ত করা হয়েছে। ‘অস্থিরতা সৃষ্টি মূল নেতা’ রেজাউল ইসলাম মুকুলকে হবিগঞ্জের অতিরিক্ত উপপরিচালকের দায়িত্বে ফেরত পাঠানো হয়েছে। তিনি গত কয়েক মাস সংযুক্তিতে খাম
১ ঘণ্টা আগেআসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথ, নিউমার্কেটসহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে