Ajker Patrika

রূপগঞ্জে সহিংসতার আশঙ্কা করছি না: গোলাম দস্তগীর গাজী 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে সহিংসতার আশঙ্কা করছি না: গোলাম দস্তগীর গাজী 

নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, ‘বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই অঞ্চলে বড় কিছু হয়নি। নির্বাচনের দিন পরিবেশ শান্ত থাকবে। সহিংসতা হবে বলে মনে করছি না।’

আজ রোববার দুপুরে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন নৌকার এই প্রার্থী।

সম্প্রতি নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগ ও অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘এটা খুব বড় কিছু মনে করছি না। এর জন্য সরকারের উচ্চ পর্যায়ে অবগত করারও প্রয়োজন নেই আমার। স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি ভরসা আছে। তারা হয়তো আসামিদের খুঁজে পাচ্ছে না। দ্রুতই অভিযুক্তরা আইনের আওতায় আসবে বলে বিশ্বাস রাখি।’

মানুষ তাঁর উন্নয়ন দেখে ভোট দেবে উল্লেখ করে নৌকার প্রার্থী বলেন, ‘পুরো রূপগঞ্জে অনেক উন্নয়নকাজ হয়েছে। মানুষ সেই উন্নয়ন দেখে ভোট দেবে। বিভিন্ন অলিগলিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এমন কোনো এলাকা নেই যেখানে আমাদের কাজ হয়নি। অনেকগুলো মেগা প্রকল্প চলমান রয়েছে। সেই কারণে প্রচার-প্রচারণায় অনেক সাড়া পাচ্ছি। সারা রূপগঞ্জেই সাড়া পাচ্ছি। যেখানেই যাই সেখানেই ব্যাপক জনসমাগম হয়ে থাকে। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মী আমাদের সঙ্গে রয়েছে। সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত