নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদ ঘিরে গতকাল মঙ্গলবার পর্যন্ত চার দিনে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে রাজধানীর পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ১৪৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে কোরবানির মাংস কাটতে গিয়ে এবং অন্যভাবে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ১৭৫ জন ভর্তি হয়েছেন এই হাসপাতালে।
এ ছাড়া কোরবানির মাংস কাটতে গিয়ে শুধু ঈদের দিনেই ১৭০ জন মৌসুমি ও শখের কসাই আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দুই প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা পৃথকভাবে আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক ডা. কাজী শামীম উজ্জামান বলেন, ‘গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ৩২২ জন রোগী দুর্ঘটনার শিকার হয়ে আমাদের এখানে ভর্তি হয়েছেন। আরও কিছু ছিলেন, তাঁরা অল্প আঘাত বা আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে সেসব রোগী চলে গেছেন। ভর্তিদের মধ্যে ১৪৭ জন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।’
এদিকে ঢাকাসহ আশপাশের জেলার পাড়া-মহল্লাতে কোরবানির পশু জবাই ও গোশত কাটতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭০ জন চিকিৎসা নিয়েছে।
তাঁদের মধ্যে নুরুল ইসলাম (৬৯) নামে একজন গুরুতর আহত হওয়ায় তাঁকে ভর্তি নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের বেশির ভাগই শখে গরু কোরবানির সময় সহযোগিতা ও গোশত কাটতে গিয়ে আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নির্ঝর বিশ্বাস বলেন, ‘ঈদের দিন বিভিন্ন জায়গা থেকে রোগী এসেছে। এদের মধ্যে বেশির ভাগই হাত, পা কাটা। গরু জবাই ও গোশত কাটতে গিয়ে তাঁরা আহত হয়েছেন। তাঁদের মধ্যে নুরুল ইসলাম (৬৯) নামে একজনের অবস্থা গুরুতর। তাঁকে ভর্তি নেওয়া হয়েছে।’
রাজধানীর সবুজবাগ বাসাবো থেকে হাসপাতালে আসা এনায়েতুল্লাহ চৌধুরী (৫৬) বলেন, তিনি নিজেই গরু কোরবানি দিয়েছেন। দুপুরে গ্যান্ডিং মেশিনের সাহায্যে গরুর হাড্ডি কাটছিলেন। এ সময় গ্যান্ডিং মেশিন ছুটে তাঁর পায়ে লেগে কেটে যায়।
নারায়ণগঞ্জ পাইকপাড়া গরুর গুঁতায় পেটে আঘাত পেয়ে চিকিৎসা নিতে আসেন কসাই আমিরুল ইসলাম (৪০)। তিনি বলেন, নারায়ণগঞ্জে তাঁরা ছয়জন একটি বড় গরুর জবাই করার প্রাক্কালে গরুর শিংয়ের গুঁতায় তিনি আহত হন। এ ছাড়া ধানমন্ডির ১ নম্বর রোডে একটি বাড়িতে গোশত কাটার সময় মৌসুমি কসাই নজরুল আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
ঈদ ঘিরে গতকাল মঙ্গলবার পর্যন্ত চার দিনে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে রাজধানীর পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ১৪৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে কোরবানির মাংস কাটতে গিয়ে এবং অন্যভাবে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ১৭৫ জন ভর্তি হয়েছেন এই হাসপাতালে।
এ ছাড়া কোরবানির মাংস কাটতে গিয়ে শুধু ঈদের দিনেই ১৭০ জন মৌসুমি ও শখের কসাই আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দুই প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা পৃথকভাবে আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক ডা. কাজী শামীম উজ্জামান বলেন, ‘গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ৩২২ জন রোগী দুর্ঘটনার শিকার হয়ে আমাদের এখানে ভর্তি হয়েছেন। আরও কিছু ছিলেন, তাঁরা অল্প আঘাত বা আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে সেসব রোগী চলে গেছেন। ভর্তিদের মধ্যে ১৪৭ জন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।’
এদিকে ঢাকাসহ আশপাশের জেলার পাড়া-মহল্লাতে কোরবানির পশু জবাই ও গোশত কাটতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭০ জন চিকিৎসা নিয়েছে।
তাঁদের মধ্যে নুরুল ইসলাম (৬৯) নামে একজন গুরুতর আহত হওয়ায় তাঁকে ভর্তি নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের বেশির ভাগই শখে গরু কোরবানির সময় সহযোগিতা ও গোশত কাটতে গিয়ে আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নির্ঝর বিশ্বাস বলেন, ‘ঈদের দিন বিভিন্ন জায়গা থেকে রোগী এসেছে। এদের মধ্যে বেশির ভাগই হাত, পা কাটা। গরু জবাই ও গোশত কাটতে গিয়ে তাঁরা আহত হয়েছেন। তাঁদের মধ্যে নুরুল ইসলাম (৬৯) নামে একজনের অবস্থা গুরুতর। তাঁকে ভর্তি নেওয়া হয়েছে।’
রাজধানীর সবুজবাগ বাসাবো থেকে হাসপাতালে আসা এনায়েতুল্লাহ চৌধুরী (৫৬) বলেন, তিনি নিজেই গরু কোরবানি দিয়েছেন। দুপুরে গ্যান্ডিং মেশিনের সাহায্যে গরুর হাড্ডি কাটছিলেন। এ সময় গ্যান্ডিং মেশিন ছুটে তাঁর পায়ে লেগে কেটে যায়।
নারায়ণগঞ্জ পাইকপাড়া গরুর গুঁতায় পেটে আঘাত পেয়ে চিকিৎসা নিতে আসেন কসাই আমিরুল ইসলাম (৪০)। তিনি বলেন, নারায়ণগঞ্জে তাঁরা ছয়জন একটি বড় গরুর জবাই করার প্রাক্কালে গরুর শিংয়ের গুঁতায় তিনি আহত হন। এ ছাড়া ধানমন্ডির ১ নম্বর রোডে একটি বাড়িতে গোশত কাটার সময় মৌসুমি কসাই নজরুল আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আঙিনার বাতাস গতকাল দুপুর থেকে ভারী হয়ে ওঠে কান্নায়। বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি হায়দার আলী ভবনের প্রধান ফটকে পড়ে বিধ্বস্ত হতেই বেমালুম পাল্টে যায় শিক্ষাঙ্গনের প্রাণচঞ্চল পরিবেশ। বিস্ফোরণের বিকট শব্দে বিমূঢ় হয়ে পড়ে শিক্ষার্থীসহ সবাই। শুরু হয় দৌড়াদৌড়ি, আর্তনাদ।
৬ মিনিট আগেগত বছর জুলাই আন্দোলন চলাকালে বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিল আইনুন নাহারের ছোট মেয়ে নাঈমা সুলতানা। সেই ঘটনার এক বছর পর বড় মেয়ে তাসপিয়া সুলতানা গতকাল সোমবারে বেঁচে গেল অল্পের জন্য। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমানটি যখন আছড়ে পড়ে, তার কিছুক্ষণ আগে ক্লাস শেষ করে...
১১ মিনিট আগে‘আমাদের ছুটি হয়ে গিয়েছিল। ছুটির পর স্বাভাবিকভাবে আমরা বাসায় চলে আসি। কিন্তু হঠাৎ ভয়ংকর একটি শব্দ হয়। পেছন ফিরে তাকিয়ে দেখি, দাউ দাউ করে আগুন জ্বলছে। তা-ও আমাদের প্রাইমারি স্কুল সেকশনে। কী ঘটনা হয়েছে, তা জানতে স্বাভাবিকভাবে যাই ওইখানে। পরে দেখি, অনেকে খুব মারাত্মক আহত হয়েছে।
১৫ মিনিট আগেদিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তিনটি ইউনিটের মধ্যে আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়; যা থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
১ ঘণ্টা আগে