Ajker Patrika

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২১: ২৫
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের আচমিতা এলাকায় মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকার মৃত শাহেদ আলীর ছেলে লাল মিয়া (৬৫) ও মাঈন উদ্দিনের ছেলে রমজান আলী (৩৫)। নিহত দু'জন সম্পর্কে চাচা-ভাতিজা। 

কটিয়াদী হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বিকেলে মান্দারকান্দি থেকে লাল মিয়া ও তাঁর ভাতিজা রমজান আলী মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জ যাচ্ছিল। এ সময় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা চারিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়। 

পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত