নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আওয়ামী লীগ বিচার বিভাগকে অঙ্গ সংগঠন বানিয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি মানবাধিকার কমিশন সবাই আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। দেশে এখন কোনো আইনের শাসন নেই। রাষ্ট্রীয় স্তম্ভ জাতীয় সংসদকেও আওয়ামী লীগ বানিয়েছে। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
আজ সোমবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বর্ধনপাড়ায় ঢাকা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘বর্তমান সরকার, ক্ষমতাসীন আওয়ামী লীগ বিচার বিভাগকে অঙ্গ সংগঠন বানিয়েছে। শুধু তাই নয়, জেলা প্রশাসক, র্যাব, পুলিশ, সামরিক বাহিনী, বিজিবি, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সকলেই আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। তারা তাদের অঙ্গ সংগঠন হয়ে কাজ করছে।’
জি এম কাদের বলেন, ‘আজ দেশে বিদ্যুৎ নাই, গরমে মানুষ দিশেহারা। জনগণ তো বিদ্যুৎ বিলের টাকা বাকি রাখে নাই, তাহলে কয়লার টাকা বাকি কেন? এ দুর্ভোগ জনগণ পোহাবে কেন?’
সংসদে বিরোধীদলীয় এই উপনেতা বলেন, ‘দেশে এখন কোনো আইনের শাসন নাই। এমনকি রাষ্ট্রীয় স্তম্ভ জাতীয় পার্লামেন্টকেও আওয়ামী লীগ বানিয়েছে। কয়েক দিন আগে আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা গর্বের সঙ্গে বলেন, আমি চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি। এতে করে কী বুঝা যায়? বিচার বিভাগ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আপনারাই বলেন।’
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, ‘পদ্মা সেতু নিয়ে সরকার গর্ব করে বলেন, নিজস্ব টাকায় বানিয়েছি। কিসের নিজস্ব টাকা? জনগণ আর ব্যাংকের ঋণের টাকায় পদ্মা সেতু হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আপনারা ফেরত দিলেন কেন? নামমাত্র সুদে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক বলছিল দুর্নীতি আছে কি না খতিয়ে দেখব। সেই সুযোগে আপনারা ১০ হাজার কোটি টাকার প্রজেক্টে খরচ বাড়িয়ে ৩২ হাজার ৬০০ কোটি টাকায় সেতুর কাজ শেষ করেছেন।’
অনুষ্ঠান উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম।
অনুষ্ঠানের প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ দেশের জনগণের জন্য কিছুই করতে পারবে না। তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। জনগণ আমাদের জানে এবং চিনে, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠরায় সরকার গঠন করবে।’
ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি সালমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য আলমগীর হোসেন লোটন, কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতারা। শেষে সালমা ইসলামকে পুনরায় ঢাকা জেলার জাতীয় পার্টির সভাপতি ঘোষণা দেন নেতারা।
আওয়ামী লীগ বিচার বিভাগকে অঙ্গ সংগঠন বানিয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি মানবাধিকার কমিশন সবাই আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। দেশে এখন কোনো আইনের শাসন নেই। রাষ্ট্রীয় স্তম্ভ জাতীয় সংসদকেও আওয়ামী লীগ বানিয়েছে। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
আজ সোমবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বর্ধনপাড়ায় ঢাকা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘বর্তমান সরকার, ক্ষমতাসীন আওয়ামী লীগ বিচার বিভাগকে অঙ্গ সংগঠন বানিয়েছে। শুধু তাই নয়, জেলা প্রশাসক, র্যাব, পুলিশ, সামরিক বাহিনী, বিজিবি, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সকলেই আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। তারা তাদের অঙ্গ সংগঠন হয়ে কাজ করছে।’
জি এম কাদের বলেন, ‘আজ দেশে বিদ্যুৎ নাই, গরমে মানুষ দিশেহারা। জনগণ তো বিদ্যুৎ বিলের টাকা বাকি রাখে নাই, তাহলে কয়লার টাকা বাকি কেন? এ দুর্ভোগ জনগণ পোহাবে কেন?’
সংসদে বিরোধীদলীয় এই উপনেতা বলেন, ‘দেশে এখন কোনো আইনের শাসন নাই। এমনকি রাষ্ট্রীয় স্তম্ভ জাতীয় পার্লামেন্টকেও আওয়ামী লীগ বানিয়েছে। কয়েক দিন আগে আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা গর্বের সঙ্গে বলেন, আমি চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি। এতে করে কী বুঝা যায়? বিচার বিভাগ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আপনারাই বলেন।’
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, ‘পদ্মা সেতু নিয়ে সরকার গর্ব করে বলেন, নিজস্ব টাকায় বানিয়েছি। কিসের নিজস্ব টাকা? জনগণ আর ব্যাংকের ঋণের টাকায় পদ্মা সেতু হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আপনারা ফেরত দিলেন কেন? নামমাত্র সুদে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক বলছিল দুর্নীতি আছে কি না খতিয়ে দেখব। সেই সুযোগে আপনারা ১০ হাজার কোটি টাকার প্রজেক্টে খরচ বাড়িয়ে ৩২ হাজার ৬০০ কোটি টাকায় সেতুর কাজ শেষ করেছেন।’
অনুষ্ঠান উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম।
অনুষ্ঠানের প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ দেশের জনগণের জন্য কিছুই করতে পারবে না। তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। জনগণ আমাদের জানে এবং চিনে, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠরায় সরকার গঠন করবে।’
ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি সালমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য আলমগীর হোসেন লোটন, কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতারা। শেষে সালমা ইসলামকে পুনরায় ঢাকা জেলার জাতীয় পার্টির সভাপতি ঘোষণা দেন নেতারা।
গত শনিবার বাড়িতে বসে নিজের অভিজ্ঞতা জানান হাসান। তিনি বলেন, ‘১৮ জুলাই ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম পায়ে গুলিবিদ্ধ হই। তখন ভয়ে হাসপাতালে যাইনি, একজন ডাক্তারের মাধ্যমে এক বাসায় বসে চিকিৎসা নিই। কিছুটা সুস্থ হয়ে ৫ আগস্ট আবার আন্দোলনে যাই।’
৪ মিনিট আগেজানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ঢাকায় ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেন রথিন বিশ্বাস। ওই মিছিল সংসদ ভবনে প্রবেশ করলে তাঁর মাথায় কাচের একটি টুকরো ভেঙে পড়ায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় সহযোদ্ধারা তাঁকে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করেন।
৮ মিনিট আগেজুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি এবং জাতীয় সংসদ ভবন এলাকাসহ সংশ্লিষ্ট সড়কগুলোতে চলাচলকারী গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
২১ মিনিট আগেতখন গুলিতে রেদোয়ান হোসেন সাগরের বুকের বাম পাঁজর ও পেট ঝাঁঝরা হয়। কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় অন্তত ২০-৩০ জনকে। সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। পুরো শহরজুড়ে নেমে আসে আতংক।
৩৬ মিনিট আগে