আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৫ ইউনিয়নে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। আজ রোববার (২৬ ডিসেম্বর) সকালে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর শহীদ নওয়াব মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রসহ কয়েকটি ইউনিয়নের বেশ কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোট গ্রহণের কমপক্ষে ১ ঘণ্টা আগেই ভোট কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
উপস্থিত নারী ও পুরুষ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই তাঁরা ভোট কেন্দ্রে এসেছেন নিজেদের ভোটটি পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্য। এরই মধ্যে তাঁরা ভোট দিতে শুরু করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে ভোট দিতে চান। যে পরিবেশ তাঁরা এরই মধ্যে পেয়েছেন।
কয়েকটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিদর্শন করতে দেখা গেছে।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা আজকের পত্রিকা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিততে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আমরা আশাবাদী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। না গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে ৪৭টি কেন্দ্রে ২০৬টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বছর আখাউড়া দলীয় প্রতীক বিহীন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার ৪৩৮ জন।
এর মধ্যে আখাউড়া উত্তর ইউনিয়নে ৯ হাজার ২২৬ জন, আখাউড়া দক্ষিণ ইউনিয়নে ৮ হাজার ৩৮৮ জন, মোগড়া ইউনিয়নে ২১ হাজার ৬১১ জন, মনিয়ন্দ ইউনিয়নে ১৯ হাজার ২০৩ জন এবং ধরখার ইউনিয়নে ২৬ হাজার ১০ জন।
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৫ ইউনিয়নে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। আজ রোববার (২৬ ডিসেম্বর) সকালে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর শহীদ নওয়াব মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রসহ কয়েকটি ইউনিয়নের বেশ কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোট গ্রহণের কমপক্ষে ১ ঘণ্টা আগেই ভোট কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
উপস্থিত নারী ও পুরুষ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই তাঁরা ভোট কেন্দ্রে এসেছেন নিজেদের ভোটটি পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্য। এরই মধ্যে তাঁরা ভোট দিতে শুরু করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে ভোট দিতে চান। যে পরিবেশ তাঁরা এরই মধ্যে পেয়েছেন।
কয়েকটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিদর্শন করতে দেখা গেছে।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা আজকের পত্রিকা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিততে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আমরা আশাবাদী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। না গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে ৪৭টি কেন্দ্রে ২০৬টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বছর আখাউড়া দলীয় প্রতীক বিহীন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার ৪৩৮ জন।
এর মধ্যে আখাউড়া উত্তর ইউনিয়নে ৯ হাজার ২২৬ জন, আখাউড়া দক্ষিণ ইউনিয়নে ৮ হাজার ৩৮৮ জন, মোগড়া ইউনিয়নে ২১ হাজার ৬১১ জন, মনিয়ন্দ ইউনিয়নে ১৯ হাজার ২০৩ জন এবং ধরখার ইউনিয়নে ২৬ হাজার ১০ জন।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
৪ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৪ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৪ ঘণ্টা আগে