Ajker Patrika

রোহিঙ্গা তরুণীকে ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
রোহিঙ্গা তরুণীকে ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ নিয়ে ওই তরুণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় জেলার চরজব্বার থানার পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ২ যুবককে আটক করেছেন। 

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নয়ন মার্কেট ঘাট থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোস্তফার ছেলে কামাল উদ্দিন (২৮) ও একই ওয়ার্ডের নুরনবীর ছেলে নুর মাওলা ওরফে মনির (২৮)। 

এর আগে শরণার্থীশিবির থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার পথে রোহিঙ্গা তরুণ-তরুণীকে আটক করে নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। পালিয়ে আসা রোহিঙ্গারা ভাসানচরের ৭২ ও ৪২ ক্লাস্টারের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, গতকাল বুধবার ভাসানচরের রোহিঙ্গা আশ্রয়ণ কেন্দ্র থেকে দালালদের সহযোগিতায় ওই তরুণ-তরুণী সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নয়ন মার্কেটে পালিয়ে আসে। একপর্যায়ে অভিযোগ উঠে গতকাল বুধবার গভীর রাতে স্থানীয় যুবক কামাল ও মনির ওই রোহিঙ্গা যুবতীকে ধর্ষণ করে। এরপর স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে ভুক্তভোগীর সঙ্গে থাকা রোহিঙ্গা যুবকসহ অভিযুক্ত দুই যুবককে চরজব্বার থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে ধর্ষণের বিষয়টি এখনো নিশ্চিত না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত