আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে এক বিচারককে মারধরের ঘটনায় দুজনকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এতে গ্রেপ্তারকৃত বেলজিয়াম প্রবাসী রানা মর্তুজার (৪৫) পাঁচ দিন ও গাড়ি চালক আবদুর রহিমের (৩৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ ছাড়া আদালত দুই নারী আসামির রিমান্ড নামঞ্জুর করেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এ আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার রাতে বিচারককে মারধরের ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেন সিএমএম আদালতের নাজির আবুল কালাম আজাদ। মামলায় শিশির মাহমুদ নামে মর্তুজার এক বন্ধুকেও আসামি করা হয়।
মামলার বাদী ও চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নাজির আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ গ্রেপ্তারকৃত চার আসামির সাত দিন করে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত এক আসামির পাঁচ দিন ও আরেক আসামির তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। অপর দুই আসামি মর্তুজার বোন মাসুকা সুলতানা (৩৫) ও জিবান সুলতানার (২৮) রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
মামলায় বলা হয়, গতকাল সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ তাঁর স্ত্রীসহ চট্টগ্রাম নগরের জিইসি এলাকার একটি কফিশপ থেকে বের হন। সেখান থেকে পায়ে হেঁটে তাঁরা গোলপাহাড় মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি বিচারককে ধাক্কা দেয়। এ ঘটনায় বিচারক প্রতিবাদ করেন। এ সময় আসামিরা গাড়ি থেকে নেমে বিচারককে মারধর করেন। আসামিরা বিচারকের পরিচয় পেয়েও ক্ষান্ত হননি। তাঁরা অশ্রাব্য ভাষায় গালাগালি করেন। নারী আসামিরা বিচারকের স্ত্রীর গলা টিপে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে বিচারক ও তাঁর স্ত্রীকে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আসামিরা। পথচারী দুই আইনজীবী বিচারককে চিনতে পেয়ে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন। অন্যান্য পথচারীরা তাঁদের উদ্ধার করেন। মারধরে বিচারকের একটি দাঁতের কিছু অংশ ভেঙে যায়। এ ছাড়া তিনি হাতে ও বুকে আঘাত পান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতে চিকিৎসা নেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তিনি জানান, রানা মর্তুজা বেলজিয়াম প্রবাসী। আসামি গ্রামের বাড়ি নোয়াখালী থেকে চট্টগ্রামের বোনের বাসায় বেড়াতে এসেছিলেন।
এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন বিচারকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সমিতি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
চট্টগ্রামে এক বিচারককে মারধরের ঘটনায় দুজনকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এতে গ্রেপ্তারকৃত বেলজিয়াম প্রবাসী রানা মর্তুজার (৪৫) পাঁচ দিন ও গাড়ি চালক আবদুর রহিমের (৩৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ ছাড়া আদালত দুই নারী আসামির রিমান্ড নামঞ্জুর করেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এ আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার রাতে বিচারককে মারধরের ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেন সিএমএম আদালতের নাজির আবুল কালাম আজাদ। মামলায় শিশির মাহমুদ নামে মর্তুজার এক বন্ধুকেও আসামি করা হয়।
মামলার বাদী ও চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নাজির আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ গ্রেপ্তারকৃত চার আসামির সাত দিন করে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত এক আসামির পাঁচ দিন ও আরেক আসামির তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। অপর দুই আসামি মর্তুজার বোন মাসুকা সুলতানা (৩৫) ও জিবান সুলতানার (২৮) রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
মামলায় বলা হয়, গতকাল সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ তাঁর স্ত্রীসহ চট্টগ্রাম নগরের জিইসি এলাকার একটি কফিশপ থেকে বের হন। সেখান থেকে পায়ে হেঁটে তাঁরা গোলপাহাড় মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি বিচারককে ধাক্কা দেয়। এ ঘটনায় বিচারক প্রতিবাদ করেন। এ সময় আসামিরা গাড়ি থেকে নেমে বিচারককে মারধর করেন। আসামিরা বিচারকের পরিচয় পেয়েও ক্ষান্ত হননি। তাঁরা অশ্রাব্য ভাষায় গালাগালি করেন। নারী আসামিরা বিচারকের স্ত্রীর গলা টিপে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে বিচারক ও তাঁর স্ত্রীকে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আসামিরা। পথচারী দুই আইনজীবী বিচারককে চিনতে পেয়ে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন। অন্যান্য পথচারীরা তাঁদের উদ্ধার করেন। মারধরে বিচারকের একটি দাঁতের কিছু অংশ ভেঙে যায়। এ ছাড়া তিনি হাতে ও বুকে আঘাত পান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতে চিকিৎসা নেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তিনি জানান, রানা মর্তুজা বেলজিয়াম প্রবাসী। আসামি গ্রামের বাড়ি নোয়াখালী থেকে চট্টগ্রামের বোনের বাসায় বেড়াতে এসেছিলেন।
এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন বিচারকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সমিতি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
৩ ঘণ্টা আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৩ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৩ ঘণ্টা আগে