কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ এক আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য জানান। এর আগে গতকাল বুধবার রাতে কুতুপালং ২০ নম্বর ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরসা সদস্যের নাম–মোহাম্মদ আবদুল্লাহ (৩০), তিনি রোহিঙ্গা শিবিরের ৩ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/ ৫১ এর মোদাচ্ছেরের ছেলে।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুলিশের কাছে খবর আসে আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ ২০ নম্বর ক্যাম্পে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে কুতুপালংয়ের ইরানি পাহাড়ে অভিযান চালিয়ে ক্যাম্পের একটি শেড থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যাম্পের কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালু স্থান থেকে দেশে তৈরি বড় একটি ওয়ান শুটার গান, দুইটি মাঝারি সাইজের ওয়ান শুটার গান, ২০ রাউন্ড রাইফেলের গুলি, একটি শটগানের কার্তুজ, ২০টি রাইফেলের গুলির খোসা ও পিস্তলের তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে থানায় মোট ৮টি হত্যা মামলা, একটি অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ এক আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য জানান। এর আগে গতকাল বুধবার রাতে কুতুপালং ২০ নম্বর ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরসা সদস্যের নাম–মোহাম্মদ আবদুল্লাহ (৩০), তিনি রোহিঙ্গা শিবিরের ৩ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/ ৫১ এর মোদাচ্ছেরের ছেলে।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুলিশের কাছে খবর আসে আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ ২০ নম্বর ক্যাম্পে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে কুতুপালংয়ের ইরানি পাহাড়ে অভিযান চালিয়ে ক্যাম্পের একটি শেড থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যাম্পের কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালু স্থান থেকে দেশে তৈরি বড় একটি ওয়ান শুটার গান, দুইটি মাঝারি সাইজের ওয়ান শুটার গান, ২০ রাউন্ড রাইফেলের গুলি, একটি শটগানের কার্তুজ, ২০টি রাইফেলের গুলির খোসা ও পিস্তলের তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে থানায় মোট ৮টি হত্যা মামলা, একটি অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিমা গ্রাহকদের পলিসির কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রুপালি লাইফ ইনস্যুরেন্স মধুমতি সার্ভিস সেলের জ্যেষ্ঠ শাখা ব্যবস্থাপক (জিএম) সাইদুর রহমানের বিরুদ্ধে।
৩০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৩৩ মিনিট আগেসাথীর মা আরও বলেন, ‘সাথীর প্রথম স্বামীর ঘরে দুই ছেলে আছে। সেখানে বনিবনা না হওয়ায় ছেলে দুটোকে নিয়ে মেয়ে আমার বাড়ি থাকত। চার বছর আগে মিন্টু আমার বাড়ি গিয়ে সাথীকে চাতালে কাজের জন্য নিয়ে আসে। এরপর একদিন মিন্টু আমার মেয়েকে চাতালে ফেলে ধর্ষণ করে।
৩৬ মিনিট আগেমিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকার সব অবৈধ হকার উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ছাড়া প্রধান সড়কের অটোরিকশাও বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি এ ধরনের পেশায় যুক্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
৩৯ মিনিট আগে