Ajker Patrika

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আরসা সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আরসা সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ এক আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য জানান। এর আগে গতকাল বুধবার রাতে কুতুপালং ২০ নম্বর ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আরসা সদস্যের নাম–মোহাম্মদ আবদুল্লাহ (৩০), তিনি রোহিঙ্গা শিবিরের ৩ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/ ৫১ এর মোদাচ্ছেরের ছেলে। 
 
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুলিশের কাছে খবর আসে আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ ২০ নম্বর ক্যাম্পে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে কুতুপালংয়ের ইরানি পাহাড়ে অভিযান চালিয়ে ক্যাম্পের একটি শেড থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যাম্পের কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালু স্থান থেকে দেশে তৈরি বড় একটি ওয়ান শুটার গান, দুইটি মাঝারি সাইজের ওয়ান শুটার গান, ২০ রাউন্ড রাইফেলের গুলি, একটি শটগানের কার্তুজ, ২০টি রাইফেলের গুলির খোসা ও পিস্তলের তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়। 

তার বিরুদ্ধে থানায় মোট ৮টি হত্যা মামলা, একটি অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত