Ajker Patrika

মিরপুর–১০ থেকে অবৈধ হকার উচ্ছেদ করা হবে: ডিএনসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
মিরপুর–১০ মূল সড়কের পাশে হকার। ছবি: সংগৃহীত
মিরপুর–১০ মূল সড়কের পাশে হকার। ছবি: সংগৃহীত

মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকার সব অবৈধ হকার উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ছাড়া প্রধান সড়কের অটোরিকশাও বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি এ ধরনের পেশায় যুক্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

গতকাল রোববার ডিএনসিসির ১৪ নং ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম শেওড়াপাড়া, পশ্চিম কাজীপাড়া ও সেনপাড়া পর্বতা এলাকায় মোট ৪ কিলোমিটার রাস্তা, ৫ কিলোমিটার নর্দমা ও দেড় কিলোমিটার ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন ও গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ এজাজ।

ডিএনসিসির প্রশাসক বলেন, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় হকারদের জন্য হাঁটা যায় না। মানুষের অবাধ চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না। ঢাকা শহরে মানুষের চলাচলের অধিকার সবার আগে, সেই অধিকার আমরা বাস্তবায়নের চেষ্টা করব। মিরপুর-১০ এর প্রধান সড়কের যত হকার ও অটোরিকশা আছে সেগুলো আমরা বন্ধ করে দেব। যারা এই ধরনের ইনফরমাল পেশায় যুক্ত আছেন তাদের পুনর্বাসনের জন্যও আমরা প্ল্যাটফর্ম করব। তাদের জন্যও বিকল্প ব্যবস্থা আমরা তৈরি করব। এই শহরটা সবার, সবাই একসঙ্গে বসবাস করব কিন্তু অন্যদের কষ্ট না দিয়ে, অন্যের অধিকার নষ্ট না করে।

এ সময় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে মোহাম্মদ এজাজ বলেন, যার যার এলাকার কাজ তারা বুঝে নেবেন। বুঝে নেওয়ার জন্য যত তথ্য ও সহযোগিতা লাগবে সেটা আমরা দেব। ডিএনসিসির ওয়েবসাইটে প্রকল্পের সব তথ্য ও ঠিকাদারের ফোন নম্বরসহ দেওয়া থাকবে। স্থানীয় জনগণ স্পেসিফিকেশন অনুযায়ী কাজ বুঝে নেবেন। আমরা চাই সকলের অংশগ্রহণে উন্নয়নকাজ সম্পন্ন হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

ডিএনসিসির ১৪ নং ওয়ার্ডে রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করেন প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: ডিএনসিসি
ডিএনসিসির ১৪ নং ওয়ার্ডে রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করেন প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: ডিএনসিসি

বক্তৃতা শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ নির্মাণকাজের উদ্বোধন করেন এবং মোনাজাতে অংশ নেন।

নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত