Ajker Patrika

ঘরে ও বাঁশবাগানে লুকানো ছিল আড়াই কোটি টাকার ভারতীয় কাপড় 

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৬: ২৩
Thumbnail image

ফেনীর পরশুরামে সীমান্তবর্তী গ্রামের একটি বাড়ি ও এর সংলগ্ন বাঁশবাগান থেকে ৮০ বান্ডিল ভারতীয় কাপড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব কাপড়ের মধ্যে রয়েছে শাড়ি ও লেহেঙ্গা। যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা বলে দাবি করেছে বিজিবি। 

আজ বৃহস্পতিবার ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে মজুমদারহাট ও পরশুরাম বিজিবি ক্যাম্পের যৌথ অভিযানে এসব জব্দ করা হয়। 

বিজিবি জানিয়েছে, পরশুরাম পৌর এলাকার উত্তর বাউর পাথর গ্রামের মোহাম্মদ দীনের (৪৫) বাড়ি ও এর সংলগ্ন বাঁশবাগান থেকে এসব ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে। এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার ৯টার দিকে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন মজুমদারহাট এবং পরশুরাম বিওপির দুটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২১৬১ /৪-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে উত্তর বাউর পাথর গ্রামের মোহাম্মদ দীনের বাড়িতে তল্লাশি করে ৮০ বান্ডিল ভারতীয় শাড়ি জব্দ করে। এরই সংলগ্ন বাঁশবাগানে পরিত্যক্ত অবস্থায় আরও ১৫ বান্ডিল ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে। 

ফেনী বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বিজিবির সদস্যরা বিশেষ অভিযানে সীমান্তবর্তী একটি বাড়ি থেকে ২ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকার ভারতীয় কাপড় জব্দ করেছেন। এই বিষয়ে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত