দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীতে ঠিকাদারি এক প্রতিষ্ঠানের প্রতিনিধিকে মারধর করে টেন্ডার জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সেন্টু মিয়া বিরুদ্ধে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সড়ক ফেনীর ভবনের গ্যারেজে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার আমান ফারহান ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির নাম মো. আলী আক্কাস। তিনি জানান, সেন্টুসহ অজ্ঞাত ৩০-৩৫ জন উপস্থিত ছিলেন। এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত সেন্টু মিয়া সোনাগাজী উপজেলা যুবলীগের সদস্য। তিনি আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরনের অনুসারী।
অভিযোগ জানা গেছে, সোনাগাজী-নোয়াখালী সংযোগ সড়কের সাহেবের ঘাট ব্রিজের টোল আদায়ে ইজারাদার নিয়োগে টেন্ডার আহ্বান করে সড়ক ও সেতু বিভাগ ফেনী। টেন্ডার জমাদানের সপ্তম ধাপের শেষ দিনে টেন্ডার জমা দিতে আসেন আমান ফারহান ট্রেডার্সের নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আলী আক্কাস। তাঁকে ডেকে সেতু ভবনের নিচে গ্যারেজে নিয়ে সেন্টু, টিপুসহ অজ্ঞাত ৩০ জন মিলে তুলে নিয়ে মারধর করেন।
এ সময় তাঁর হাতে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও টেন্ডারের ডকুমেন্টস ছিনিয়ে নিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেন্ডার আহ্বানে সেন্টুর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সেন্টু এন্টারপ্রাইজ’ ছাড়া আর কোনো প্রতিষ্ঠানের আবেদন পড়েনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা সেন্টু মিয়া বলেন, ‘আমি অসুস্থ। আজকে বাড়ি থেকে বের হই নাই। কেউ আমার বিরুদ্ধে হয়তো ষড়যন্ত্র করছে।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে। সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল বলেন, ‘টেন্ডার জমা দেওয়ার সময় বাধা দেওয়ার একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা দরপত্র পুনরায় আহ্বান করব।’
ফেনীতে ঠিকাদারি এক প্রতিষ্ঠানের প্রতিনিধিকে মারধর করে টেন্ডার জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সেন্টু মিয়া বিরুদ্ধে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সড়ক ফেনীর ভবনের গ্যারেজে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার আমান ফারহান ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির নাম মো. আলী আক্কাস। তিনি জানান, সেন্টুসহ অজ্ঞাত ৩০-৩৫ জন উপস্থিত ছিলেন। এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত সেন্টু মিয়া সোনাগাজী উপজেলা যুবলীগের সদস্য। তিনি আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরনের অনুসারী।
অভিযোগ জানা গেছে, সোনাগাজী-নোয়াখালী সংযোগ সড়কের সাহেবের ঘাট ব্রিজের টোল আদায়ে ইজারাদার নিয়োগে টেন্ডার আহ্বান করে সড়ক ও সেতু বিভাগ ফেনী। টেন্ডার জমাদানের সপ্তম ধাপের শেষ দিনে টেন্ডার জমা দিতে আসেন আমান ফারহান ট্রেডার্সের নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আলী আক্কাস। তাঁকে ডেকে সেতু ভবনের নিচে গ্যারেজে নিয়ে সেন্টু, টিপুসহ অজ্ঞাত ৩০ জন মিলে তুলে নিয়ে মারধর করেন।
এ সময় তাঁর হাতে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও টেন্ডারের ডকুমেন্টস ছিনিয়ে নিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেন্ডার আহ্বানে সেন্টুর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সেন্টু এন্টারপ্রাইজ’ ছাড়া আর কোনো প্রতিষ্ঠানের আবেদন পড়েনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা সেন্টু মিয়া বলেন, ‘আমি অসুস্থ। আজকে বাড়ি থেকে বের হই নাই। কেউ আমার বিরুদ্ধে হয়তো ষড়যন্ত্র করছে।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে। সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল বলেন, ‘টেন্ডার জমা দেওয়ার সময় বাধা দেওয়ার একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা দরপত্র পুনরায় আহ্বান করব।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
৪ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
৪ ঘণ্টা আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
৪ ঘণ্টা আগে