Ajker Patrika

নির্যাতন সইতে না পেরে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৯: ৪৯
নির্যাতন সইতে না পেরে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বামীর করা শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ রুমি আক্তার (২২) কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের পশ্চিম চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মনির হোসেনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ।

মৃত রুমি আক্তার পশ্চিম চণ্ডীপুর সরকারবাড়ি এলাকার মতিউর রহমান সরকারের ছেলে মনির হোসেনের স্ত্রী। তিনি পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার জগৎপুর (মধ্যপাড়া) এলাকার অদু মিয়ার মেয়ে।

গৃহবধূর মা পারুল আক্তার বলেন, ‘তিন বছর আগে মনির হোসেনের সঙ্গে আমার মেয়ে রুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মনির বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে আমার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিসবৈঠকও করা হয়েছে। এর পরও মনির তার বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে বের হয়ে আসেনি, বরং বিভিন্নভাবে আমার মেয়ের ওপর নির্যাতন বাড়িয়ে দিয়েছিল। গতকাল দুপুরে স্বামীর নির্যাতন সইতে না পেরে আমার মেয়ে সবার অগোচরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়ার পথে আমার মেয়ে মারা যায়।’

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘আমরা খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, বিয়ের পর থেকেই গৃহবধূর স্বামী মনির হোসেন তাঁকে প্রায় সময়ই নির্যাতন করত বলে জানিয়েছে তাঁর পরিবার। ঘটনার পরপরই মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মৃতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত