প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার অনিন্দ্য সুন্দর ও অন্যতম টেকনিক্যাল পর্বত ‘আমা দাবালাম’ জয় করেছেন বাংলাদেশি যুবক মো. বাবর আলী। নেপালি ভাষায় ‘আমা’ শব্দের অর্থ ‘মা’ আর ‘দাবালাম’ অর্থ ‘নেকলেস’ বা ‘গলার হার’। খাড়া ও ঢালু দেয়ালের জন্য এই পর্বত ‘হিমালয়ের ম্যাটারহর্ন’ নামেও পরিচিত। নেপালের এক রুপির ব্যাংক নোটে এই পর্বতের ছবি আছে।
নেপালের স্থানীয় সময় গত মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে পর্বতের শিখরে লাল-সবুজের পতাকা উড়ান তরুণ পর্বতারোহী মো. বাবর আলী। চট্টগ্রামের এই তরুণ পেশায় চিকিৎসক হলেও তিনি নিজেকে পাহাড়প্রেমী হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন তিনি।
‘আমা দাবালাম’ পাহাড় অভিযানের সমন্বয়ক ফারহান জামান জানান, গত ৯ অক্টোবর নেপালের উদ্দেশে দেশত্যাগ করেন বাবর। ১১ অক্টোবর প্রয়োজনীয় অনুমতি এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করলেও বাঁধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। বৈরী আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে নিয়মিত লুকলার বিমান বন্ধ হয়ে যায়। বাবর পরদিন সড়ক পথে যাত্রা করেন বেসক্যাম্পের পথে। কিছু পথ গাড়িতে এবং বাকীপথ হেঁটে তিনি ১৯ অক্টোবর পৌঁছান আমা দাবালাম বেসক্যাম্পে। বেসক্যাম্পে একদিন বিশ্রাম নিয়ে তিনি ঘুরে আসেন ক্যাম্প-১ থেকে, যা উচ্চতায় স্বল্প অক্সিজেন থাকা আবহাওয়ায় শরীরকে মানিয়ে নেওয়ার জন্য অতীব প্রয়োজনীয়।
২৩ অক্টোবর ভোরে বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করে আবারও ওঠেন ক্যাম্প-১ এ এবং পরদিন উঠে যান ক্যাম্প-২ এ। ২৫ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে শুরু হয় তার চূড়ার লক্ষ্যে চূড়ান্ত চেষ্টা। ভোরে তিনি পর্বতের শীর্ষে পৌঁছান। ২৬ অক্টোবর বিকেলে তিনি বেসক্যাম্পে নেমে আসেন সুস্থ অবস্থায়। পুরো পথেই তার সঙ্গে ছিলেন তার পর্বতারোহী বন্ধু ও গাইড বীরে তামাং।
বাবর বলেন, ‘এটা সত্যিকার অর্থেই পর্বতারোহীদের পর্বত।’
উল্লেখ্য, এই অভিযান বাবর আলীর নিজস্ব অর্থায়নে পরিচালিত এবং সার্বিক সহযোগিতায় ছিল তারই ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স।
প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার অনিন্দ্য সুন্দর ও অন্যতম টেকনিক্যাল পর্বত ‘আমা দাবালাম’ জয় করেছেন বাংলাদেশি যুবক মো. বাবর আলী। নেপালি ভাষায় ‘আমা’ শব্দের অর্থ ‘মা’ আর ‘দাবালাম’ অর্থ ‘নেকলেস’ বা ‘গলার হার’। খাড়া ও ঢালু দেয়ালের জন্য এই পর্বত ‘হিমালয়ের ম্যাটারহর্ন’ নামেও পরিচিত। নেপালের এক রুপির ব্যাংক নোটে এই পর্বতের ছবি আছে।
নেপালের স্থানীয় সময় গত মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে পর্বতের শিখরে লাল-সবুজের পতাকা উড়ান তরুণ পর্বতারোহী মো. বাবর আলী। চট্টগ্রামের এই তরুণ পেশায় চিকিৎসক হলেও তিনি নিজেকে পাহাড়প্রেমী হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন তিনি।
‘আমা দাবালাম’ পাহাড় অভিযানের সমন্বয়ক ফারহান জামান জানান, গত ৯ অক্টোবর নেপালের উদ্দেশে দেশত্যাগ করেন বাবর। ১১ অক্টোবর প্রয়োজনীয় অনুমতি এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করলেও বাঁধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। বৈরী আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে নিয়মিত লুকলার বিমান বন্ধ হয়ে যায়। বাবর পরদিন সড়ক পথে যাত্রা করেন বেসক্যাম্পের পথে। কিছু পথ গাড়িতে এবং বাকীপথ হেঁটে তিনি ১৯ অক্টোবর পৌঁছান আমা দাবালাম বেসক্যাম্পে। বেসক্যাম্পে একদিন বিশ্রাম নিয়ে তিনি ঘুরে আসেন ক্যাম্প-১ থেকে, যা উচ্চতায় স্বল্প অক্সিজেন থাকা আবহাওয়ায় শরীরকে মানিয়ে নেওয়ার জন্য অতীব প্রয়োজনীয়।
২৩ অক্টোবর ভোরে বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করে আবারও ওঠেন ক্যাম্প-১ এ এবং পরদিন উঠে যান ক্যাম্প-২ এ। ২৫ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে শুরু হয় তার চূড়ার লক্ষ্যে চূড়ান্ত চেষ্টা। ভোরে তিনি পর্বতের শীর্ষে পৌঁছান। ২৬ অক্টোবর বিকেলে তিনি বেসক্যাম্পে নেমে আসেন সুস্থ অবস্থায়। পুরো পথেই তার সঙ্গে ছিলেন তার পর্বতারোহী বন্ধু ও গাইড বীরে তামাং।
বাবর বলেন, ‘এটা সত্যিকার অর্থেই পর্বতারোহীদের পর্বত।’
উল্লেখ্য, এই অভিযান বাবর আলীর নিজস্ব অর্থায়নে পরিচালিত এবং সার্বিক সহযোগিতায় ছিল তারই ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স।
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে