Ajker Patrika

‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৬: ৫৯
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় মধু শীল (৫৩) নামের এক কৃষক মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া রেলপথ এলাকায় এ ঘটনা ঘটে। 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত মধু শীল গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া এলাকার মৃত্যু হরি সাধন শীলের ছেলে। 

মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, মধু শীল সকালে জমিতে কাজ করার জন্য গঙ্গাসাগর নয়াদিল উত্তরপাড়া রেলপথ পার হচ্ছিলেন। ঘন কুয়াশা ও কানে কম শোনায় তিনি ট্রেনের হুইসেল শুনতে পারেননি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

উন্নত চিকিৎসার জন্য মধু শীলকে ব্রাহ্মণবাড়িয়া নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত