কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ভুলুয়া নদীসংলগ্ন বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কায় শত শত মানুষ রাত জেগে পাহারা দিয়েছে। গতকাল বুধবার রাতে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ এলাকা স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে পাহারা দেয়।
ভুলুয়া নদীর পূর্বপাড়ের বাসিন্দারা অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে আছে। ঘরবাড়িতে পানি উঠে চরম দুর্ভোগে রয়েছে তারা। পানিবন্দী হয়ে আছে হাজারো পরিবার। তারা বেড়িবাঁধ কেটে দিতে পারে এলাকায় এমন আশঙ্কা ছড়িয়ে পড়ে। যে কারণে পশ্চিম পাড়ের বসতিরা রাত জেগে পাহারা দেয়।
স্থানীয় কিছু প্রভাবশালী ভুলুয়া নদীর বিভিন্ন স্থান দখল করে নিয়েছে। গড়ে তুলেছে বসতি। নদীতে বাঁধ দিয়ে করেছে মাছের ঘের। এমন পরিস্থিতিতে নদীর পূর্বপাড়ে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে গ্রামের পর পর গ্রাম। বীজতলার আমন ধানের চারা নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতায় ফসলহানিতে কৃষকের সর্বনাশ হয়ে গেছে। হাজার হাজার একর জমিতে আমন আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। যে কারণে বেড়িবাঁধ কেটে দেওয়া হতে পারে—এমন আশঙ্কা থেকে পশ্চিম পাড়ের লোকজন পাহারার ব্যবস্থা করে।
স্থানীয় পশ্চিম পাড়ের বাসিন্দা মো. ইয়াসিন বলেন, বেড়িবাঁধ কাটার পরিকল্পনা পণ্ড করে দিয়েছে তিন গ্রামের সহস্রাধিক জনতা। চর কাদিরা ইউনিয়নের দক্ষিণ চর ঠিকা সৈয়দ আলী মাঝির বাড়িসংলগ্ন স্লুইসগেট এলাকায় বেড়িবাঁধ কেটে দেওয়ার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের। এমনটি হলে রামগতির চর সীতা, চর বাদাম ও কমলনগরে চর জাঙ্গালীয়াসহ বিস্তীর্ণ জনপদ ডুবে যাবে। এমন পরিস্থিতি এড়াতে তিন গ্রামের মানুষ তিন কিলোমিটার বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। অপর দিকে পূর্বপাড়ের লোকজন বলছে, বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কাটি ছিল গুজব।
চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. হারুন বলেন, বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কা নেই। গুজব যাতে ছড়িয়ে পড়তে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।
কমলনগরের চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিন্নাহ ভূঁইয়া বলেন, ‘ভুলুয়া নদীর পূর্ব পারে পানি ক্রমাগত বাড়ছে। বেশির ভাগ লোক পশ্চিম পাড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কায় লোকজন পাহারা দিচ্ছে। খোঁজখবর নিয়ে দেখেছি, এমনটা হওয়ার আশঙ্কা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে বেড়িবাঁধ পাহারা দেওয়ার বিষয়টি শুনেছি। আশা করছি, অপ্রত্যাশিত কিছু ঘটবে না। প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।’
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ভুলুয়া নদীসংলগ্ন বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কায় শত শত মানুষ রাত জেগে পাহারা দিয়েছে। গতকাল বুধবার রাতে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ এলাকা স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে পাহারা দেয়।
ভুলুয়া নদীর পূর্বপাড়ের বাসিন্দারা অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে আছে। ঘরবাড়িতে পানি উঠে চরম দুর্ভোগে রয়েছে তারা। পানিবন্দী হয়ে আছে হাজারো পরিবার। তারা বেড়িবাঁধ কেটে দিতে পারে এলাকায় এমন আশঙ্কা ছড়িয়ে পড়ে। যে কারণে পশ্চিম পাড়ের বসতিরা রাত জেগে পাহারা দেয়।
স্থানীয় কিছু প্রভাবশালী ভুলুয়া নদীর বিভিন্ন স্থান দখল করে নিয়েছে। গড়ে তুলেছে বসতি। নদীতে বাঁধ দিয়ে করেছে মাছের ঘের। এমন পরিস্থিতিতে নদীর পূর্বপাড়ে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে গ্রামের পর পর গ্রাম। বীজতলার আমন ধানের চারা নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতায় ফসলহানিতে কৃষকের সর্বনাশ হয়ে গেছে। হাজার হাজার একর জমিতে আমন আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। যে কারণে বেড়িবাঁধ কেটে দেওয়া হতে পারে—এমন আশঙ্কা থেকে পশ্চিম পাড়ের লোকজন পাহারার ব্যবস্থা করে।
স্থানীয় পশ্চিম পাড়ের বাসিন্দা মো. ইয়াসিন বলেন, বেড়িবাঁধ কাটার পরিকল্পনা পণ্ড করে দিয়েছে তিন গ্রামের সহস্রাধিক জনতা। চর কাদিরা ইউনিয়নের দক্ষিণ চর ঠিকা সৈয়দ আলী মাঝির বাড়িসংলগ্ন স্লুইসগেট এলাকায় বেড়িবাঁধ কেটে দেওয়ার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের। এমনটি হলে রামগতির চর সীতা, চর বাদাম ও কমলনগরে চর জাঙ্গালীয়াসহ বিস্তীর্ণ জনপদ ডুবে যাবে। এমন পরিস্থিতি এড়াতে তিন গ্রামের মানুষ তিন কিলোমিটার বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। অপর দিকে পূর্বপাড়ের লোকজন বলছে, বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কাটি ছিল গুজব।
চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. হারুন বলেন, বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কা নেই। গুজব যাতে ছড়িয়ে পড়তে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।
কমলনগরের চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিন্নাহ ভূঁইয়া বলেন, ‘ভুলুয়া নদীর পূর্ব পারে পানি ক্রমাগত বাড়ছে। বেশির ভাগ লোক পশ্চিম পাড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কায় লোকজন পাহারা দিচ্ছে। খোঁজখবর নিয়ে দেখেছি, এমনটা হওয়ার আশঙ্কা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে বেড়িবাঁধ পাহারা দেওয়ার বিষয়টি শুনেছি। আশা করছি, অপ্রত্যাশিত কিছু ঘটবে না। প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।’
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
২ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
২ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
২ ঘণ্টা আগে