Ajker Patrika

নোয়াখালীতে প্রথম দিনে অনুপস্থিত তিন শতাধিক শিক্ষার্থী

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২২: ২৪
নোয়াখালীতে প্রথম দিনে অনুপস্থিত তিন শতাধিক শিক্ষার্থী

নোয়াখালীর ৯টি উপজেলায় ৪২টি কেন্দ্রে এসএসসি ও ২০টি কেন্দ্রে দাখিল প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৩ শতাধিক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আজ রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। 

জানা যায়, এবার এসএসসিতে ৩৭ হাজার ১৯৯ জন ও দাখিলে ১১ হাজার ১১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবার সংক্ষিপ্ত সিলেবাসে শুধু ৩টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালাউদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে কেন্দ্রগুলোতে হ্যান্ড স্যানিটাইজার ও সাবানসহ সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। 

শিক্ষা অফিসার আরও বলেন, প্রথম দিনে জেলার ৬টি উপজেলায় এসএসসিতে এক শর বেশি ও মাদ্রাসায় দুই শর বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে জেলার ৯টি উপজেলায় মোট কতজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত