নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর ৯টি উপজেলায় ৪২টি কেন্দ্রে এসএসসি ও ২০টি কেন্দ্রে দাখিল প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৩ শতাধিক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আজ রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
জানা যায়, এবার এসএসসিতে ৩৭ হাজার ১৯৯ জন ও দাখিলে ১১ হাজার ১১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবার সংক্ষিপ্ত সিলেবাসে শুধু ৩টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালাউদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে কেন্দ্রগুলোতে হ্যান্ড স্যানিটাইজার ও সাবানসহ সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষা অফিসার আরও বলেন, প্রথম দিনে জেলার ৬টি উপজেলায় এসএসসিতে এক শর বেশি ও মাদ্রাসায় দুই শর বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে জেলার ৯টি উপজেলায় মোট কতজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
নোয়াখালীর ৯টি উপজেলায় ৪২টি কেন্দ্রে এসএসসি ও ২০টি কেন্দ্রে দাখিল প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৩ শতাধিক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আজ রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
জানা যায়, এবার এসএসসিতে ৩৭ হাজার ১৯৯ জন ও দাখিলে ১১ হাজার ১১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবার সংক্ষিপ্ত সিলেবাসে শুধু ৩টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালাউদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে কেন্দ্রগুলোতে হ্যান্ড স্যানিটাইজার ও সাবানসহ সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষা অফিসার আরও বলেন, প্রথম দিনে জেলার ৬টি উপজেলায় এসএসসিতে এক শর বেশি ও মাদ্রাসায় দুই শর বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে জেলার ৯টি উপজেলায় মোট কতজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর ইচ্ছা ছিল যেন সাধারণভাবে দাফন করা হয়। তাই সেই অনুযায়ী দাফন সম্পন্ন হয়েছে।’
৮ মিনিট আগেচট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
১১ মিনিট আগেগত শনিবার বাড়িতে বসে নিজের অভিজ্ঞতা জানান হাসান। তিনি বলেন, ‘১৮ জুলাই ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম পায়ে গুলিবিদ্ধ হই। তখন ভয়ে হাসপাতালে যাইনি, একজন ডাক্তারের মাধ্যমে এক বাসায় বসে চিকিৎসা নিই। কিছুটা সুস্থ হয়ে ৫ আগস্ট আবার আন্দোলনে যাই।’
১৯ মিনিট আগেজানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ঢাকায় ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেন রথিন বিশ্বাস। ওই মিছিল সংসদ ভবনে প্রবেশ করলে তাঁর মাথায় কাচের একটি টুকরো ভেঙে পড়ায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় সহযোদ্ধারা তাঁকে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করেন।
২৩ মিনিট আগে