নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর মাইজদীতে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মাহমুদুল হাসানকে মারধর করেছেন স্থানীয় বেসরকারি ‘প্রাইম হসপিটাল’-এর চেয়ারম্যান শামিমা জাহান সুইটি। গতকাল রোববার বিকেলে মাইজদী হাসপাতাল সড়কের একটি ফার্মেসিতে তাঁকে মারধর করা হয়। মারধরের একটি ভিডিও ফুটেজ আজ সোমবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
মারধরের শিকার মাওলানা হাফেজ মাহমুদুল হাসান মাইজদীর হাজী নূর ইসলাম মসজিদের ইমাম। এর আগে গতকাল সুইটির স্বামী ও প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহবুবুর রহমানও তাঁকে মারধর করেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, শামিমা জাহান সুইটি ফার্মেসিতে ঢুকে প্রথমে ইমাম মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে সুইটি ধীরে ধীরে ইমামের কাছে গিয়ে তাঁকে মারধর শুরু করেন। মারধর করতে করতে তাঁকে ফার্মেসির ভেতরে নিয়ে যান সুইটি।
জানা গেছে, গতকাল সকালে স্থানীয় হাজী নূর ইসলাম মসজিদের ইমাম হাফেজ মাহমুদুল হাসান মসজিদ পরিষ্কার করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁর গায়ে ধুলো পড়ার অভিযোগে ইমামকে গালমন্দ করার পর একপর্যায়ে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা তাঁকে ছাড়িয়ে নেন।
ওই ঘটনার পর বিকেলে মাহাবুবুর রহমানের স্ত্রী প্রাইম হসপিটালের চেয়ারম্যান শামিমা জাহান সুইটি হাসপাতালের সামনের ফার্মেসিতে পেয়ে মাহমুদুল হাসানকে আবার মারধর করেন।
এ বিষয়ে জানতে শামিমা জাহান সুইটি এবং তাঁর স্বামী মাহাবুবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা রিসিভ করেননি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ বিষয়ে বলেন, নির্যাতনের শিকার ইমামকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ভুক্তভোগী মাওলানা মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে নোয়াখালী কওমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত আজকের পত্রিকাকে জানান, ইমামকে মারধরের ঘটনায় আজ সোমবার থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পরে থানায় সবার উপস্থিতিতে অভিযুক্ত স্বামী-স্ত্রী দুজনই ক্ষমা চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মাওলানা মাহমুদুল হাসান তাঁদের ক্ষমা করে দিয়েছেন।
নোয়াখালীর মাইজদীতে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মাহমুদুল হাসানকে মারধর করেছেন স্থানীয় বেসরকারি ‘প্রাইম হসপিটাল’-এর চেয়ারম্যান শামিমা জাহান সুইটি। গতকাল রোববার বিকেলে মাইজদী হাসপাতাল সড়কের একটি ফার্মেসিতে তাঁকে মারধর করা হয়। মারধরের একটি ভিডিও ফুটেজ আজ সোমবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
মারধরের শিকার মাওলানা হাফেজ মাহমুদুল হাসান মাইজদীর হাজী নূর ইসলাম মসজিদের ইমাম। এর আগে গতকাল সুইটির স্বামী ও প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহবুবুর রহমানও তাঁকে মারধর করেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, শামিমা জাহান সুইটি ফার্মেসিতে ঢুকে প্রথমে ইমাম মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে সুইটি ধীরে ধীরে ইমামের কাছে গিয়ে তাঁকে মারধর শুরু করেন। মারধর করতে করতে তাঁকে ফার্মেসির ভেতরে নিয়ে যান সুইটি।
জানা গেছে, গতকাল সকালে স্থানীয় হাজী নূর ইসলাম মসজিদের ইমাম হাফেজ মাহমুদুল হাসান মসজিদ পরিষ্কার করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁর গায়ে ধুলো পড়ার অভিযোগে ইমামকে গালমন্দ করার পর একপর্যায়ে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা তাঁকে ছাড়িয়ে নেন।
ওই ঘটনার পর বিকেলে মাহাবুবুর রহমানের স্ত্রী প্রাইম হসপিটালের চেয়ারম্যান শামিমা জাহান সুইটি হাসপাতালের সামনের ফার্মেসিতে পেয়ে মাহমুদুল হাসানকে আবার মারধর করেন।
এ বিষয়ে জানতে শামিমা জাহান সুইটি এবং তাঁর স্বামী মাহাবুবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা রিসিভ করেননি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ বিষয়ে বলেন, নির্যাতনের শিকার ইমামকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ভুক্তভোগী মাওলানা মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে নোয়াখালী কওমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত আজকের পত্রিকাকে জানান, ইমামকে মারধরের ঘটনায় আজ সোমবার থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পরে থানায় সবার উপস্থিতিতে অভিযুক্ত স্বামী-স্ত্রী দুজনই ক্ষমা চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মাওলানা মাহমুদুল হাসান তাঁদের ক্ষমা করে দিয়েছেন।
রাজধানীর মোহাম্মদপুর এলাকা নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেল ৩টায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া (ওসি) আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
২ মিনিট আগেসাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা দেন।
৩ মিনিট আগেহত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে আব্দুল আজিজকে তাড়াশ আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন।
৬ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়।
১৭ মিনিট আগে