Ajker Patrika

নোয়াখালীতে ঘরে চোর দেখে চিৎকার, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৪৫
গৃহবধূকে হত্যার ঘটনায় আটক তারেক হোসেন। ছবি: সংগৃহীত
গৃহবধূকে হত্যার ঘটনায় আটক তারেক হোসেন। ছবি: সংগৃহীত

নোয়াখালী সদরের বিনোদপুরে তাসলিমা বেগম রোজি (৬০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের আলী আহমদ চাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির ওবায়দুল হকের স্ত্রী।

এ ঘটনায় তারেক হোসেন (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার বাসিন্দা।

এলাকাবাসী জানায়, গতকাল সোমবার রাতে ঘরে একাই ছিলেন গৃহবধূ তাসলিমা বেগম রোজি। রাত সাড়ে ৮টার দিকে রোজির ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে যায়। এ সময় তারা ওই ঘরের সামনের দরজা বন্ধ পায়। পেছনের দরজা খোলা পেয়ে সেটি দিয়ে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় রোজিকে পড়ে থাকতে দেখেন। লোকজন দ্রুত রোজিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পার্শ্ববর্তী কালিতারা বাজার থেকে সন্দেহভাজন হিসেবে তারেককে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে গৃহবধূ রোজিকে হত্যার বিষয়টি স্বীকার করেন তারেক। তিনি জানান, চুরি করতে গেলে রোজি তাঁকে চিনে ফেলেন। এ কারণে তাঁদের ঘরে থাকা একটি চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করে পালিয়ে যান তারেক।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তারেককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত