নোয়াখালী প্রতিনিধি
পদযাত্রায় অংশ নিতে ঢাকা থেকে নোয়াখালী আসার পথে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা চেষ্টার অভিযোগে বিএনপি-আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ী বাইপাস ও হোসেন পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার বিকেলে নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা কৃষক দল, শ্রমিক দল, তাঁতী, মৎস্যজীবী দল ও জাসাসের উদ্যোগে পদযাত্রার আয়োজন করা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। পদযাত্রায় অংশ নিতে ঢাকা থেকে নোয়াখালী আসার পথে সোনাইমুড়ী বাইপাস এলাকায় বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার চেষ্টা করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ সময় গাড়িবহরের সামনে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে হামলাকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে আগুন দেওয়াসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটপাটকেলের আঘাতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে আমাদের নেতৃবৃন্দ আসার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
অন্যদিকে অভিযোগের বিষয়ে জানাতে চাইলে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা ইশরাকের গাড়িবহরে বাধা দেওয়ার বিষয়টি শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
পদযাত্রায় অংশ নিতে ঢাকা থেকে নোয়াখালী আসার পথে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা চেষ্টার অভিযোগে বিএনপি-আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ী বাইপাস ও হোসেন পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার বিকেলে নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা কৃষক দল, শ্রমিক দল, তাঁতী, মৎস্যজীবী দল ও জাসাসের উদ্যোগে পদযাত্রার আয়োজন করা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। পদযাত্রায় অংশ নিতে ঢাকা থেকে নোয়াখালী আসার পথে সোনাইমুড়ী বাইপাস এলাকায় বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার চেষ্টা করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ সময় গাড়িবহরের সামনে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে হামলাকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে আগুন দেওয়াসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটপাটকেলের আঘাতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে আমাদের নেতৃবৃন্দ আসার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
অন্যদিকে অভিযোগের বিষয়ে জানাতে চাইলে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা ইশরাকের গাড়িবহরে বাধা দেওয়ার বিষয়টি শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
৫ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে