Ajker Patrika

হাতিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী হাতিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নয়ন চন্দ্র দাস নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন। এই ঘটনায় আজ রোববার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। 

নয়ন চন্দ্র দাস চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ গামছাখালী গ্রামের বাসিন্দা। তিনি সম্পর্কে ভিকটিমের জ্যাঠাতো বোনের স্বামী। 

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর মা বাদী হয়ে নয়নকে আসামি করে একটি মামলা দিয়েছে। আমরা আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছি। ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে রেখে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ভুক্তভোগীর মা জানান, শুক্রবার দিনদুপুরে তিনি উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ গামছাখালী গ্রামে নিজের বাড়িতে প্রতিবন্ধী মেয়েকে রেখে খাওয়ার পানি আনার জন্য পাশের বাড়ি যান। কিছু সময় পর বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা জানালা সব বন্ধ। পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করলে কিছু বুঝে ওঠার আগেই নয়ন ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। 

ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন খাটের ওপর নিজের প্রতিবন্ধী মেয়েটি নিথর হয়ে পড়ে আছে। তখন তিনি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পেলেন। পরে বিষয়টি স্থানীয়দের জানান। 

তিনি আরও জানান, মেয়েটি শারীরিক প্রতিবন্ধী উঠে দাঁড়াতে পারে না। সে কথা বলতে পারে না। তাঁর হিতাহিত জ্ঞান নেয়। বিশ বছর বয়সী মেয়েটি জন্মগতভাবে প্রতিবন্ধী। 

এ বিষয়ে চরকিং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবন্ধী তরুণীর ভাই আমার কাছে এসে ঘটনাটি বলেছে। আমি সঙ্গে সঙ্গে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি এবং নিজে থানায় গিয়ে ওসি সাহেবে সঙ্গে দেখা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত