Ajker Patrika

কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩ 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩ 

রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে ১৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মুসলিম পাড়া এলাকায় স্টিল ব্রিজের সামনে এই ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি বলেন, ‘আহতদের তাৎক্ষণিক কোনো পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাসে ৪০ থেকে ৪৩ জনের মতো যাত্রী থাকতে পারে। আহতদের চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কাপ্তাই নৌবাহিনী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।’ 

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ওমর ফারুক রনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি চট্টগ্রাম মহানগর থেকে কাপ্তাইয়ে পিকনিক করতে যাচ্ছিল। এ দিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ, ৪১ বিজিবি, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর বিভিন্ন সদস্য আজ বেলা ২টার দিকে গাড়িটি সরিয়ে সড়কের পাশে রেখে যান চলাচল স্বাভাবিক করেন। 

দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা এবং কাপ্তাই নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত