Ajker Patrika

নিজেই চালাচ্ছিলেন অটোরিকশা, ট্রাকের সঙ্গে সংঘর্ষে হারালেন স্ত্রী-কন্যাকে

নোয়াখালী প্রতিনিধি 
নিজেই চালাচ্ছিলেন অটোরিকশা, ট্রাকের সঙ্গে সংঘর্ষে হারালেন স্ত্রী-কন্যাকে

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশা আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই গৃহবধূর স্বামী। আজ শুক্রবার রাত ৮টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো জামিনা সুলতানা ইনু (২০) ও তাঁর শিশুকন্যা ফাতেমা আক্তার (২)। দুর্ঘটনায় ইনুর স্বামী আবদুর রহমান আহত হয়েছেন। আবদুর রহমানের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায়। নিজের অটোরিকশা রহমান নিজেই চালাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার থেকে স্ত্রী ইনু ও মেয়ে ফাতেমাকে নিয়ে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশে নিজের সিএনজি অটোরিকশা নিয়ে রওনা করেন আবদুর রহমান। অটোরিকশাটি বেগমগঞ্জের আমিন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে তিনজনই আহত হয়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনু ও তাঁদের মেয়ে ফাতেমাকে মৃত ঘোষণা করেন। আহত রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, মা-মেয়ে দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত