Ajker Patrika

চলন্ত বাসে ধর্ষণ: জড়িতদের কঠোর শাস্তির দাবিতে নোবিপ্রবিতে মশাল মিছিল

নোয়াখালী প্রতিনিধি
চলন্ত বাসে নারী যাত্রীদের যৌন নিপীড়নের প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
চলন্ত বাসে নারী যাত্রীদের যৌন নিপীড়নের প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-রাজশাহী পথে চলন্ত বাসে নারী যাত্রীদের ‘ধর্ষণের’ প্রতিবাদে এবং জড়িতদের কঠোর শাস্তির দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে এই মশাল মিছিল শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে পুনরায় এখানে এসে শেষ হয়।

মিছিল শেষে শহীদ মিনার সমাবেশে শিক্ষার্থীরা বাসে ডাকাতি ও ধর্ষণের অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ওঠা ধর্ষণের অভিযোগের বিচার চেয়েছেন।

মিছিলের সময় শিক্ষার্থীরা ‘লজ্জা লজ্জা, ইন্টেরিম লজ্জা’; ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’; ‘নারীর প্রতি সহিংসতা, চলবে না চলবে না’; ‘আর কোনো দাবি নাই, ধর্ষকের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।

চলন্ত বাসে নারী যাত্রীদের যৌন নিপীড়নের প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
চলন্ত বাসে নারী যাত্রীদের যৌন নিপীড়নের প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আজ এখানে উপস্থিত হয়েছি, নারীর প্রতি যে সহিংসতা ও নিপীড়ন চলছে এবং দেশব্যাপী যে অরাজক অবস্থা বিরাজমান, তা নিয়ে। ঢাকা-রাজশাহী রুটে মধ্যরাতে ডাকাতির শিকার হওয়া বাস প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে ডাকাতদের দখলে থাকার পর নারী যাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনা ঘটার পর আমাদের পুরুষ সমাজ তখনো ঘুমিয়ে ছিল, এখনো ঘুমিয়ে আছে। আমরা দ্রুত এ ঘটনায় জড়িতদের শাস্তি চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত