Ajker Patrika

নাফনদী থেকে আটক ২ কিশোরকে ফেরত দিল আরকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image
আটক দুই কিশোরকে ফেরত দিল আরকান আর্মি। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশের দুই কিশোরকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার আরাকান আর্মি ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ওই দুই কিশোর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইলের জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) ও একই গ্রামের মো. মনজুরের ছেলে আব্দুর রহমান (১২)।

বিজিবি জানিয়েছে, গত ১৩ আগস্ট হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-১২ থেকে আনুমানিক ৬০০ গজ উত্তর দিকে নাফনদীতে মাছ ধরতে যায় দুই কিশোর। সেখান থেকে তাদের আরাকান আর্মি আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে লে কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী আজকের পত্রিকাকে বলেন, ‘আটক দুজনের পরিবারের তথ্যের ভিত্তিতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এবং সার্বক্ষণিক প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদের শুক্রবার বাংলাদেশে ফেরত আনা হয়। পরে বিজিবি দুই কিশোরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত