মুহাম্মদ মাসুদ আলম, চাঁদপুর
চাঁদপুরের নৌসীমানার মেঘনা নদীর প্রায় ৯০ কিলোমিটার এলাকায় অসাধু জেলেরা নিষিদ্ধ বেহুন্দি ও মশারি জাল দিয়ে ছোট প্রজাতির মাছ ধরছে। এতে এই অঞ্চলের দেশীয় বহু প্রজাতির মাছ হুমকির মুখে পড়ছে। শুধু জেলার অভ্যন্তরের নয়, পার্শ্ববর্তী শরীয়তপুর ও মুন্সিগঞ্জ জেলার মৌসুমি জেলেরাও রাতে চাঁদপুর নৌসীমানায় এসে ছোট মাছ ধরে নিজ এলাকায় নিয়ে বিক্রি করছেন। মৎস্য বিভাগ অভিযান চালালেও সুফল আসছে না।
এ প্রসঙ্গে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ‘ছোট প্রজাতির মাছ ধরা সব সময় নিষিদ্ধ। আমাদের নদী উপকূলীয় উপজেলার কর্মকর্তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন। সহযোগিতা করছে কোস্টগার্ড ও নৌ-পুলিশ। অভিযান অব্যাহত থাকলে এসব জেলে নিয়ন্ত্রণে চলে আসবে।’
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন জলাশয় অর্থাৎ ডোবা, নালা, খাল, বিলে ২৬০ প্রজাতির দেশীয় মাছের মধ্যে ছোট মাছ রয়েছে ১৪৩ প্রজাতির। পরিণত বয়সে এসব মাছ ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর গত দুই থেকে তিন দশক আগেও চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীতে দেশীয় প্রজাতির যেসব মাছ পাওয়া যেত, তা অনেকটা হ্রাস পেয়েছে।
মেঘনা উপকূলীয় এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে মশারি জাল কিংবা বেহুন্দি জালে ধরা হচ্ছে জাটকা ছাড়াও চিংড়ি, পাঙাশ, বেলে, পোয়া, সিলন, ঘাউড়া, সাদা চেও য়া, লাল চেওয়া, পুঁটি, ভেদা, গুইল্লা টেংরা, লাইট্টা টেংরা, কাজলি, বাতাসি, আইড়, ডেলা (সুন্দরী), রিঠা, বোয়াল, চাপিলা, কাঁচকি, চান্দা, তপসে, রানি, বুইত্তা, বাইম, নাউ বেলে, চিতল, কোরাল, বুতি বেলে, কুলি, মলা, ভাটা, কাইকাসহ বিভিন্ন মাছের পোনা। চাঁদপুর সদরের মেঘনাপারের বিষ্ণুপুর, কল্যাণপুর, তরপুরচণ্ডী আনন্দ বাজার, পুরান বাজার রনাগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিণা, আখনের হাট এলাকায় বেহুন্দি ও মশারি জাল দিয়ে ছোট মাছ ধরতে বেশি দেখা গেছে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, গত এক মাসের বেশি সময় ধরে জেলেরা চাঁদপুর শহরের পুরান বাজার, পূর্ব শ্রীরামদী, রঘুনাথপুর, নতুন বাজার, বড় স্টেশন, যমুনা রোড, মাদ্রাসা রোড, স্টেডিয়াম রোড, ট্রাক রোড, গুনরাজদী, রহমতপুর আবাসিক এলাকা, বঙ্গবন্ধু সড়ক, তরপুরচণ্ডী, ওয়্যারলেস বাজার এলাকায় দিন ও রাতে প্রকাশ্যে এসব ছোট মাছ ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা মজিবুর রহমান বলেন, প্রতিদিন সকাল হলেই বাড়িতে ছোট মাছ নিয়ে আসেন জেলেরা। তবে বেলে মাছের পোনা বলে বিক্রি করলেও অনেক প্রজাতির মাছ এর মধ্যে থাকে। প্রশাসন এসব জেলেকে নিয়ন্ত্রণ না করলে অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হবে।
মৎস্য সম্পদ রক্ষায় গঠিত চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির সদস্য মো. তছলিম ব্যাপারী বলেন, ‘শীত মৌসুম এলেই কিছু জেলে ছোট মাছ ধ্বংস করার জন্য নেমে পড়ে। এর মধ্যে জাটকা, পাঙাশ, চিংড়ি, পোয়া, চেওয়া মাছ বেশি ধরা হচ্ছে। তাঁদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শরীয়তপুর জেলার নড়িয়া থেকে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হয়ে কিছু জেলে এবং মুন্সিগঞ্জ থেকে কিছু জেলে মতলব উত্তর এলাকায় প্রবেশ করেন। প্রতিদিন রাত থেকে ভোর পর্যন্ত তাঁরা ছোট প্রজাতির মাছগুলো ধরে নিয়ে যান। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।’
হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ বলেন, ‘হাইমচরের মেঘনা নদীতে বেশি ধরা হয় জাটকা। এসব জাটকা ধরার জন্য ব্যবহার করা হয় অবৈধ কারেন্ট জাল। কারেন্ট জাল ধরার জন্য আমরা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি। তবে সদর ও মতলব উত্তর উপজেলার নদীতে বেহুন্দি জাল বেশি। সেখানে মৎস্য বিভাগ অভিযান চালাচ্ছে।’
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘শীত মৌসুমে আমাদের অভিযান চলমান থাকে। নৌ-পুলিশ, কোস্ট গার্ডকে নিয়ে যৌথ অভিযান করা হচ্ছে। চলমান বিশেষ কম্বিং অভিযানে ২৩ ও ২৪ জানুয়ারি সদর এলাকার মেঘনা নদী থেকে ৭ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল, একটি বেহুন্দি ও তিনটি মশারি জাল জব্দ করা হয়। এ সময় জব্দ করা হয় ৬৫ কেজি জাটকা। গত এক মাসে বহু বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।’
চাঁদপুরের নৌসীমানার মেঘনা নদীর প্রায় ৯০ কিলোমিটার এলাকায় অসাধু জেলেরা নিষিদ্ধ বেহুন্দি ও মশারি জাল দিয়ে ছোট প্রজাতির মাছ ধরছে। এতে এই অঞ্চলের দেশীয় বহু প্রজাতির মাছ হুমকির মুখে পড়ছে। শুধু জেলার অভ্যন্তরের নয়, পার্শ্ববর্তী শরীয়তপুর ও মুন্সিগঞ্জ জেলার মৌসুমি জেলেরাও রাতে চাঁদপুর নৌসীমানায় এসে ছোট মাছ ধরে নিজ এলাকায় নিয়ে বিক্রি করছেন। মৎস্য বিভাগ অভিযান চালালেও সুফল আসছে না।
এ প্রসঙ্গে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ‘ছোট প্রজাতির মাছ ধরা সব সময় নিষিদ্ধ। আমাদের নদী উপকূলীয় উপজেলার কর্মকর্তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন। সহযোগিতা করছে কোস্টগার্ড ও নৌ-পুলিশ। অভিযান অব্যাহত থাকলে এসব জেলে নিয়ন্ত্রণে চলে আসবে।’
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন জলাশয় অর্থাৎ ডোবা, নালা, খাল, বিলে ২৬০ প্রজাতির দেশীয় মাছের মধ্যে ছোট মাছ রয়েছে ১৪৩ প্রজাতির। পরিণত বয়সে এসব মাছ ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর গত দুই থেকে তিন দশক আগেও চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীতে দেশীয় প্রজাতির যেসব মাছ পাওয়া যেত, তা অনেকটা হ্রাস পেয়েছে।
মেঘনা উপকূলীয় এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে মশারি জাল কিংবা বেহুন্দি জালে ধরা হচ্ছে জাটকা ছাড়াও চিংড়ি, পাঙাশ, বেলে, পোয়া, সিলন, ঘাউড়া, সাদা চেও য়া, লাল চেওয়া, পুঁটি, ভেদা, গুইল্লা টেংরা, লাইট্টা টেংরা, কাজলি, বাতাসি, আইড়, ডেলা (সুন্দরী), রিঠা, বোয়াল, চাপিলা, কাঁচকি, চান্দা, তপসে, রানি, বুইত্তা, বাইম, নাউ বেলে, চিতল, কোরাল, বুতি বেলে, কুলি, মলা, ভাটা, কাইকাসহ বিভিন্ন মাছের পোনা। চাঁদপুর সদরের মেঘনাপারের বিষ্ণুপুর, কল্যাণপুর, তরপুরচণ্ডী আনন্দ বাজার, পুরান বাজার রনাগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিণা, আখনের হাট এলাকায় বেহুন্দি ও মশারি জাল দিয়ে ছোট মাছ ধরতে বেশি দেখা গেছে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, গত এক মাসের বেশি সময় ধরে জেলেরা চাঁদপুর শহরের পুরান বাজার, পূর্ব শ্রীরামদী, রঘুনাথপুর, নতুন বাজার, বড় স্টেশন, যমুনা রোড, মাদ্রাসা রোড, স্টেডিয়াম রোড, ট্রাক রোড, গুনরাজদী, রহমতপুর আবাসিক এলাকা, বঙ্গবন্ধু সড়ক, তরপুরচণ্ডী, ওয়্যারলেস বাজার এলাকায় দিন ও রাতে প্রকাশ্যে এসব ছোট মাছ ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা মজিবুর রহমান বলেন, প্রতিদিন সকাল হলেই বাড়িতে ছোট মাছ নিয়ে আসেন জেলেরা। তবে বেলে মাছের পোনা বলে বিক্রি করলেও অনেক প্রজাতির মাছ এর মধ্যে থাকে। প্রশাসন এসব জেলেকে নিয়ন্ত্রণ না করলে অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হবে।
মৎস্য সম্পদ রক্ষায় গঠিত চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির সদস্য মো. তছলিম ব্যাপারী বলেন, ‘শীত মৌসুম এলেই কিছু জেলে ছোট মাছ ধ্বংস করার জন্য নেমে পড়ে। এর মধ্যে জাটকা, পাঙাশ, চিংড়ি, পোয়া, চেওয়া মাছ বেশি ধরা হচ্ছে। তাঁদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শরীয়তপুর জেলার নড়িয়া থেকে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হয়ে কিছু জেলে এবং মুন্সিগঞ্জ থেকে কিছু জেলে মতলব উত্তর এলাকায় প্রবেশ করেন। প্রতিদিন রাত থেকে ভোর পর্যন্ত তাঁরা ছোট প্রজাতির মাছগুলো ধরে নিয়ে যান। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।’
হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ বলেন, ‘হাইমচরের মেঘনা নদীতে বেশি ধরা হয় জাটকা। এসব জাটকা ধরার জন্য ব্যবহার করা হয় অবৈধ কারেন্ট জাল। কারেন্ট জাল ধরার জন্য আমরা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি। তবে সদর ও মতলব উত্তর উপজেলার নদীতে বেহুন্দি জাল বেশি। সেখানে মৎস্য বিভাগ অভিযান চালাচ্ছে।’
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘শীত মৌসুমে আমাদের অভিযান চলমান থাকে। নৌ-পুলিশ, কোস্ট গার্ডকে নিয়ে যৌথ অভিযান করা হচ্ছে। চলমান বিশেষ কম্বিং অভিযানে ২৩ ও ২৪ জানুয়ারি সদর এলাকার মেঘনা নদী থেকে ৭ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল, একটি বেহুন্দি ও তিনটি মশারি জাল জব্দ করা হয়। এ সময় জব্দ করা হয় ৬৫ কেজি জাটকা। গত এক মাসে বহু বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে