Ajker Patrika

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সেনা-র‍্যাব-পুলিশের পাহারায় মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৫, ২১: ০৫
সেনা-র‍্যাব-পুলিশের পাহারায় মাইলস্টোন ছেড়েছেন দুই উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা
সেনা-র‍্যাব-পুলিশের পাহারায় মাইলস্টোন ছেড়েছেন দুই উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

প্রায় ৯ ঘণ্টা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোনের ক্যাম্পাস থেকে বের হয়ে মেট্রোরেলের দিয়াবাড়ীর ডিপোতে প্রবেশ করেছেন। এ সময় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের কড়া পাহারা ছিল। তাঁরা মেট্রো ডিপোর ভেতরের রাস্তা দিয়ে মিরপুর বেড়িবাঁধ হয়ে চলে যাবেন বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার মাইলস্টোন স্কুল ও কলেজে পরিদর্শনে আসেন। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ ছিলেন।

বেলা পৌনে ১টার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে উপদেষ্টার বক্তব্যের পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টারা আবার কলেজের ভেতরে ঢুকে যান।

উপদেষ্টাদের গাড়িবহর। ছবি: আজকের পত্রিকা
উপদেষ্টাদের গাড়িবহর। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাঁরা মাইলস্টোন স্কুল ও কলেজের ৫ নম্বর ভবনের প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। এর আগে, আজ বেলা ৩টা ২ মিনিটের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া পাহারায় একবার গাড়িবহর নিয়ে বের হন তাঁরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানটির মূল ফটকেই শিক্ষার্থীদের প্রতিবন্ধকতায় পড়েন দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের কর্মকর্তারা। তাঁরা পুনরায় ক্যাম্পাসের ভেতরে চলে যান। এ সময় বাড়ানো হয় পুলিশের সংখ্যা, মোতায়ন করা হয় সেনাবাহিনী ও র‍্যাব।

সরেজমিন দেখা গেছে, সন্ধ্যা ৭টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে মূল ফটকের সামনে মানব ঢাল তৈরি করে বহিরাগতদের সরিয়ে দেয়। এ সময় দিয়াবাড়ী গোলচত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে কড়া পুলিশ পাহারায় কলেজের মূল ফটক দিয়ে দিয়াবাড়ী মেট্রোরেল ডিপোর প্রধান ফটকের দিকে তাঁদের গাড়িবহর চলে যায়। একপর্যায়ে বেড়িবাঁধে উঠে তাঁরা পুনরায় উত্তরা সাউথ মেট্রোস্টেশন দিয়ে চলে যান। এ সময় তাঁদের গাড়িবহরের সঙ্গে কড়া পুলিশ পাহারা দেখা যায়।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেছেন, ‘মেট্রোরেলের ডিপোর ভেতর দিয়ে দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের কর্মকর্তারা মিরপুরের বেড়িবাঁধ ধরে গাড়িবহর নিয়ে বের হয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত