কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের অপসারণের দাবিতে সব প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আজ সোমবার শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এদিকে গতকাল রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় শিক্ষক সমিতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পাল্টাপাল্টি দুটি অভিযোগ দিয়েছেন।
শিক্ষক সমিতির কর্মসূচি চলাকালে শিক্ষকদের ওপর হামলার অভিযোগে গতকাল মধ্যরাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এই অভিযোগ দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ ছাত্রলীগ নেতাদের দায়ী করে থানায় অভিযোগ করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের।
অপর দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা শাখা) মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বাদী হয়ে সদর দক্ষিণ থানায় আজ সন্ধ্যায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্যদের আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে ভিসিসহ অন্যদের কর্মস্থলে যাওয়ার পথে বাধা দিয়ে নাজেহাল, সম্মানহানি, মারধর ও সরকারি কাজে বাধা প্রদানসহ হুমকি-ধমকির অভিযোগ আনা হয়।
এদিকে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন শিক্ষকদের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা থেকে ফেরত এসে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীবান্ধব শিক্ষক সমিতির এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকা উচিত।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমানো আমাদের যে প্রচেষ্টা শুরু করেছি, তা ব্যাহত হবে। তারা আলোচনার টেবিলে না এসে যদি শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষার্থীদের ক্ষতি করে, তা কতটুকু মানবিক ও যৌক্তিক। বিষয়টি তারা পুনরায় বিবেচনা করে নিয়মিত ক্লাস পরীক্ষা কার্যক্রমে ফিরে আসবে বলে আশা করি। এখানো আমাদের আলোচনার দ্বার খোলা। তাদের দাবি আমরা সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছি। আমরা সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাব। প্রয়োজনে তারা সরকারের সঙ্গে বসুক। কিন্তু শিক্ষার্থীদের জিম্মি করা যাবে না।’
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দুপক্ষের দুটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের অপসারণের দাবিতে সব প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আজ সোমবার শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এদিকে গতকাল রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় শিক্ষক সমিতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পাল্টাপাল্টি দুটি অভিযোগ দিয়েছেন।
শিক্ষক সমিতির কর্মসূচি চলাকালে শিক্ষকদের ওপর হামলার অভিযোগে গতকাল মধ্যরাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এই অভিযোগ দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ ছাত্রলীগ নেতাদের দায়ী করে থানায় অভিযোগ করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের।
অপর দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা শাখা) মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বাদী হয়ে সদর দক্ষিণ থানায় আজ সন্ধ্যায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্যদের আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে ভিসিসহ অন্যদের কর্মস্থলে যাওয়ার পথে বাধা দিয়ে নাজেহাল, সম্মানহানি, মারধর ও সরকারি কাজে বাধা প্রদানসহ হুমকি-ধমকির অভিযোগ আনা হয়।
এদিকে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন শিক্ষকদের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা থেকে ফেরত এসে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীবান্ধব শিক্ষক সমিতির এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকা উচিত।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমানো আমাদের যে প্রচেষ্টা শুরু করেছি, তা ব্যাহত হবে। তারা আলোচনার টেবিলে না এসে যদি শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষার্থীদের ক্ষতি করে, তা কতটুকু মানবিক ও যৌক্তিক। বিষয়টি তারা পুনরায় বিবেচনা করে নিয়মিত ক্লাস পরীক্ষা কার্যক্রমে ফিরে আসবে বলে আশা করি। এখানো আমাদের আলোচনার দ্বার খোলা। তাদের দাবি আমরা সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছি। আমরা সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাব। প্রয়োজনে তারা সরকারের সঙ্গে বসুক। কিন্তু শিক্ষার্থীদের জিম্মি করা যাবে না।’
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দুপক্ষের দুটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব...
৫ ঘণ্টা আগেযশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী আরজিনা খাতুন নামের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে জীবননাশের হুমকি দিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভ্রমণ ট্যাক্স কাটার নাম করে বেনাপোল বন্দর বাস টার্মিনাল থেকে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী ডালিম ও তার দলবল।
৬ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাতে আবারও জলাবদ্ধতার শিকার হয়েছে যশোরের ভবদহ অঞ্চল। যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত ৪৫টি গ্রামের বসতবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ডুবে গেছে পানিতে। দীর্ঘদিনের নদী-নালা খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বছর বছর এমন দুর্ভোগে পড়ছে স্থানীয়রা।
৬ ঘণ্টা আগে