কুমিল্লা প্রতিনিধি
সারা দেশে ধর্ষণ ও নারীদের যৌন নিপীড়নের প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। বেলা সাড়ে ১১টায় অবরোধ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা মহাসড়ক আটকে স্লোগান দিতে থাকেন। অবরোধে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে মহাসড়কে আটকে পড়া যাত্রী ও যানবাহনের চালক-শ্রমিকেরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে বেলা পৌনে ১টার দিকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নিয়ে অনুরোধ করে। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে পরবর্তী আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ার দিয়ে অবরোধ তুলে নেন।
কর্মসূচিতে কুমিল্লা মডার্ন হাইস্কুল, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
অবরোধকালে শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘ধর্ষকের সাজা একটাই মৃত্যু ছাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষক সমাজের ঘুণ পোকা আর ধর্ষণ হলো ব্যাধি’, ‘ধর্ষকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’ ইত্যাদি।
সারা দেশে ধর্ষণ ও নারীদের যৌন নিপীড়নের প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। বেলা সাড়ে ১১টায় অবরোধ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা মহাসড়ক আটকে স্লোগান দিতে থাকেন। অবরোধে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে মহাসড়কে আটকে পড়া যাত্রী ও যানবাহনের চালক-শ্রমিকেরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে বেলা পৌনে ১টার দিকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নিয়ে অনুরোধ করে। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে পরবর্তী আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ার দিয়ে অবরোধ তুলে নেন।
কর্মসূচিতে কুমিল্লা মডার্ন হাইস্কুল, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
অবরোধকালে শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘ধর্ষকের সাজা একটাই মৃত্যু ছাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষক সমাজের ঘুণ পোকা আর ধর্ষণ হলো ব্যাধি’, ‘ধর্ষকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’ ইত্যাদি।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করাসহ তিন দফা দাবিতে রাজধানীর সচিবালয়ে আমরণ অনশন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পৃথক পোস্টে এই ঘোষণা দেন তাঁরা। এ জন্য বিকেলে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা।
৮ মিনিট আগেধর্ষণ মামলার পক্ষে আইনি লড়াইকে কেন্দ্র করে জামালপুরে আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত আট ব্যক্তি আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে জেলা আদালত চত্বরে আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে ৷
১৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. এম আবদুস সোবহানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
২৮ মিনিট আগেবগুড়ার গাবতলীতে স্বামীর নির্যাতনে আহত গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দেড়টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে