নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর ২টি নির্বাচনী অফিসে ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে। নৌকার প্রার্থী রফিকুল ইসলাম মিলনের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম লাবলু তাঁর নির্বাচনী অফিসে এসব তাণ্ডব চালিয়েছেন।
গতকাল রোববার রাত ১২টার দিকে জিরতলী ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে।
নৌকার প্রার্থী অভিযোগ করে বলেন, ‘নৌকার নির্বাচনী প্রচারণার জন্য জিরতলী ইউনিয়নের বারোইচাতল ও মহেষপুর গ্রামে দুটি নির্বাচন অফিস করা হয়। এর মধ্যে মহেষপুর কার্যালয়টি ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়। রোববার রাত ১২টার দিকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামছুল আলম লাবলুর লোকজন অফিস দুটিতে ককটেল হামলা করে। পরে তাঁরা অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।’
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে ঘোড়া প্রতীকের প্রার্থী সামছুল আলম লাবলু বলেন, ‘ইসির নির্দেশনা অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রচারণা কার্যালয় দিয়েছে। যা ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। নির্বাচনে আমার পক্ষে ভোটারদের গণজোয়ার দেখে নৌকার প্রার্থী নিজের অফিসে নিজের লোকজনকে দিয়ে আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। এসব ঘটনার সঙ্গে আমার কোনো সমর্থক জড়িত না।’
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনায় উভয় প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। নৌকার দুটি নির্বাচনী অফিসে হামলার ঘটনাটি আমরা তদন্ত করছি।’
উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার মধ্যরাতে শেষ হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২১ হাজার ৭৫৬ জন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর ২টি নির্বাচনী অফিসে ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে। নৌকার প্রার্থী রফিকুল ইসলাম মিলনের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম লাবলু তাঁর নির্বাচনী অফিসে এসব তাণ্ডব চালিয়েছেন।
গতকাল রোববার রাত ১২টার দিকে জিরতলী ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে।
নৌকার প্রার্থী অভিযোগ করে বলেন, ‘নৌকার নির্বাচনী প্রচারণার জন্য জিরতলী ইউনিয়নের বারোইচাতল ও মহেষপুর গ্রামে দুটি নির্বাচন অফিস করা হয়। এর মধ্যে মহেষপুর কার্যালয়টি ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়। রোববার রাত ১২টার দিকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামছুল আলম লাবলুর লোকজন অফিস দুটিতে ককটেল হামলা করে। পরে তাঁরা অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।’
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে ঘোড়া প্রতীকের প্রার্থী সামছুল আলম লাবলু বলেন, ‘ইসির নির্দেশনা অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রচারণা কার্যালয় দিয়েছে। যা ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। নির্বাচনে আমার পক্ষে ভোটারদের গণজোয়ার দেখে নৌকার প্রার্থী নিজের অফিসে নিজের লোকজনকে দিয়ে আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। এসব ঘটনার সঙ্গে আমার কোনো সমর্থক জড়িত না।’
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনায় উভয় প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। নৌকার দুটি নির্বাচনী অফিসে হামলার ঘটনাটি আমরা তদন্ত করছি।’
উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার মধ্যরাতে শেষ হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২১ হাজার ৭৫৬ জন।
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হুদুবুনিয়া গ্রাম থেকে ৮ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন একই এলাকার বিমল কৃষ্ণ মণ্ডলের ছেলে প্রভাস মণ্ডল (৪৮) ও অসিত কুমার সানার ছেলে দেবদাস সানা (২০)।
৫ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুর পৌর শহর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে দেবের বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেনরসিংদীর রায়পুরা থানার মূল ফটকের সামনে ফিল্মি কায়দায় মাফিয়া গ্যাং স্টাইলে কিছু তরুণের বেপরোয়া আচরণের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ছবিগুলোতে সাত তরুণকে দেখা গেছে। তাঁদের বয়স ১৫ থেকে ২০ বছর হবে। তাঁরা থানার মূল ভবনের সামনে একটি মাইক্রোবাসের ছাদে উঠে, দরজা খুলে...
৮ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আউশকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগে