নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর ২টি নির্বাচনী অফিসে ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে। নৌকার প্রার্থী রফিকুল ইসলাম মিলনের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম লাবলু তাঁর নির্বাচনী অফিসে এসব তাণ্ডব চালিয়েছেন।
গতকাল রোববার রাত ১২টার দিকে জিরতলী ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে।
নৌকার প্রার্থী অভিযোগ করে বলেন, ‘নৌকার নির্বাচনী প্রচারণার জন্য জিরতলী ইউনিয়নের বারোইচাতল ও মহেষপুর গ্রামে দুটি নির্বাচন অফিস করা হয়। এর মধ্যে মহেষপুর কার্যালয়টি ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়। রোববার রাত ১২টার দিকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামছুল আলম লাবলুর লোকজন অফিস দুটিতে ককটেল হামলা করে। পরে তাঁরা অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।’
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে ঘোড়া প্রতীকের প্রার্থী সামছুল আলম লাবলু বলেন, ‘ইসির নির্দেশনা অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রচারণা কার্যালয় দিয়েছে। যা ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। নির্বাচনে আমার পক্ষে ভোটারদের গণজোয়ার দেখে নৌকার প্রার্থী নিজের অফিসে নিজের লোকজনকে দিয়ে আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। এসব ঘটনার সঙ্গে আমার কোনো সমর্থক জড়িত না।’
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনায় উভয় প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। নৌকার দুটি নির্বাচনী অফিসে হামলার ঘটনাটি আমরা তদন্ত করছি।’
উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার মধ্যরাতে শেষ হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২১ হাজার ৭৫৬ জন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর ২টি নির্বাচনী অফিসে ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে। নৌকার প্রার্থী রফিকুল ইসলাম মিলনের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম লাবলু তাঁর নির্বাচনী অফিসে এসব তাণ্ডব চালিয়েছেন।
গতকাল রোববার রাত ১২টার দিকে জিরতলী ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে।
নৌকার প্রার্থী অভিযোগ করে বলেন, ‘নৌকার নির্বাচনী প্রচারণার জন্য জিরতলী ইউনিয়নের বারোইচাতল ও মহেষপুর গ্রামে দুটি নির্বাচন অফিস করা হয়। এর মধ্যে মহেষপুর কার্যালয়টি ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়। রোববার রাত ১২টার দিকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামছুল আলম লাবলুর লোকজন অফিস দুটিতে ককটেল হামলা করে। পরে তাঁরা অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।’
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে ঘোড়া প্রতীকের প্রার্থী সামছুল আলম লাবলু বলেন, ‘ইসির নির্দেশনা অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রচারণা কার্যালয় দিয়েছে। যা ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। নির্বাচনে আমার পক্ষে ভোটারদের গণজোয়ার দেখে নৌকার প্রার্থী নিজের অফিসে নিজের লোকজনকে দিয়ে আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। এসব ঘটনার সঙ্গে আমার কোনো সমর্থক জড়িত না।’
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনায় উভয় প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। নৌকার দুটি নির্বাচনী অফিসে হামলার ঘটনাটি আমরা তদন্ত করছি।’
উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার মধ্যরাতে শেষ হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২১ হাজার ৭৫৬ জন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের খুলনার শিরোমনি এলাকার কেন্দ্রীয় পণ্যাগারের পুরোনো পণ্য নিলামে টেন্ডারবাজি এবং এর টাকার একাংশ দিয়ে খানজাহান আলী থানা বিএনপির কার্যালয় সংস্কার ও আসবাবপত্র কেনার অভিযোগ উঠেছে। খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ মোল্লা টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণ...
১২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রায় আড়াই কোটি টাকা প্রাক্কলনে একটি সেতু নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার ছয় মাসও টেকেনি সংযোগ সড়ক। সড়কের সেতু লাগোয়া বড় একটি অংশ খুঁটিসহ ধসে পড়েছে। সড়ক সংকুচিত হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে...
১৮ মিনিট আগেসাধারণ মানুষের টাকায় ‘জনগণের এয়ারলাইন’ গড়ার ঘোষণা দিয়ে ‘পিপলস এয়ার’ নামের একটি নতুন এয়ারলাইনস প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিয়েছেন এক উদ্যোক্তা। তিনি দাবি করছেন, এটি হবে বাংলাদেশের প্রথম ‘ক্রাউড ফান্ডেড’ এয়ারলাইনস। এরই মধ্যে আগ্রহী বিনিয়োগকারীদের নিবন্ধনও শুরু হয়েছে।
২২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এতে আতঙ্ক বিরাজ করছে পদ্মার পাড়ে। অনেকে ঝুঁকিতে থাকা ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
৩৮ মিনিট আগে