Ajker Patrika

বিএনপির নয়, দেশের জনগণের জন্য এই আন্দোলন: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৪৭
বিএনপির নয়, দেশের জনগণের জন্য এই আন্দোলন: এ্যানি

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমাদের এই আন্দোলন বিএনপির নয়, দেশের মানুষের জন্য, জনগণের জন্য। অবিলম্বে পার্লামেন্ট ভেঙে দিতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমাদের এই দাবি না মেনে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ জোর করে ক্ষমতা চালাবে, ততক্ষণ পর্যন্ত জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আন্দোলন চলবে। সুতরাং সরকার এই দাবি মেনে নেবে বলে আমরা প্রত্যাশা করি।’

আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে জেলা বিএনপি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন এ্যানি। তিনি আরও বলেন, ‘প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, আওয়ামী লীগের কর্মচারী নয়। আপনারা জনগণের কথা শুনুন, তাদের মুখের ভাষা বুঝুন। কাউকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনাদের নয়।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) সারা দেশে একযোগে ৪৬১টি ইউনিয়নে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এর আগে বিভাগ, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে কর্মসূচি পালন করেছি। অতীতে এ ধরনের কর্মসূচি পালন করতে গিয়ে নানা বাধার মুখে পড়েছি। হামলা, মামলা ও গণগ্রেপ্তারের মধ্যে পড়েছি। পুলিশের এসপি ও থানার ওসিদের আহ্বান জানাচ্ছি, আমাদের সর্বাত্মক সহযোগিতা করুন। কারণ এটি গণতান্ত্রিক আন্দোলন। অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

এবার শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএস

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত