Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভারতীয় নাগরিক পুশ-ইনের’ খবর, গভীর রাতে সীমান্তে সতর্ক বিজিবি ও এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৫, ১৫: ৩১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তে বিজিবির টহল জোরদার। ছবি: আজকের পত্রিকা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তে বিজিবির টহল জোরদার। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তে সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় বৃহস্পতিবার রাতে ভারতীয় নাগরিকদের পুশইনের আশঙ্কায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। এদিকে পুশইনের খবরে স্থানীয় মসজিদগুলোতে রাতে মাইকিংও করা হয়। পরে স্থানীয় অনেকে গিয়ে সীমান্তে অবস্থান নেন।

জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে প্রায় ১৫০ জন ভারতীয় নাগরিক জড়ো হয়েছে এমন তথ্যে বিজিবি স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি সতর্কতা অবলম্বন করে। সারা রাত সীমান্তে টহল জোরদার করা হয়।

ওই এলাকার আনিস মিয়া, ফজলুল হকসহ একাধিক স্থানীয় ব্যক্তি জানান, বিজিবির টহল তৎপরতা বেড়ে গেলে সীমান্ত এলাকার গ্রামবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকটি মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ রাত সাড়ে ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় বিজয়নগর উপজেলার ‘সিংগারবিল ইউনিয়নবাসীকে যাদের যা কিছু আছে তা নিয়ে’ ভারতীয় সীমান্তে চলে আসার আহ্বান জানান। পাশাপাশি বিজিবিকে সহায়তার অনুরোধ করেন তিনি।

পুশইনের খবরে স্থানীয়রাও সীমান্তে জড়ো হন। আজ সকালে নোয়াবাদী এলাকায়। ছবি: আজকের পত্রিকা
পুশইনের খবরে স্থানীয়রাও সীমান্তে জড়ো হন। আজ সকালে নোয়াবাদী এলাকায়। ছবি: আজকের পত্রিকা

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মধ্যরাতে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাস্থলের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যা আরও আতঙ্ক বাড়িয়ে দেয়। তবে কোনো অনুপ্রবেশ ঘটেনি বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের পুশইনের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে ওই এলাকায় টহল জোরদার করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত