Ajker Patrika

উখিয়ায় জঙ্গল থেকে ৪ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
উখিয়ায় জঙ্গল থেকে ৪ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় চোরা কারবারিদের লুকিয়ে রাখা ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ২টায় উপজেলার করাইবুনিয়া জঙ্গল থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়।  

 ৩৪ বিজিবির পরিচালক ও অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস অভিযানকারী দল জানতে পারে ওই স্থানে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে। এরই ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তাভর্তি অবস্থায় ১৬ কার্টন (প্রতি কার্টনে ১০ হাজার পিস) মোট ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা। 

বিজিবির পরিচালক আরও বলেন, এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি ২৭ লাখ ৯১ হাজার ৮২২ ইয়াবাসহ ১৪৭ জন আসামিকে আটক করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত