কক্সবাজার প্রতিনিধি
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণার দিন ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার দেশের বহুল আলোচিত এ মামলার যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন কক্সবাজার আদালত।
এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাবেক ওসি প্রদীপের আইনজীবী রানা দাশগুপ্তের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়।
আদালত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার আসামি বরখাস্ত পুলিশের ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার দাশ এবং টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রানা দাশগুপ্ত তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রদীপের পক্ষে রানা দাশ গুপ্তের অসমাপ্ত যুক্তিতর্ক আজ বুধবার শেষ হয়েছে।
এর আগে সোমবার পর্যন্ত এ মামলার ১৩ জন আসামির পক্ষে আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, আজ আসামি প্রদীপের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রানা দাশগুপ্ত তাঁর অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে ১৫ আসামির যুক্তিতর্ক শেষ হয়েছে। আদালত ৩১ জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেছেন।
পিপি বলেন, এ মামলায় গত বছরের ২৩ আগস্ট থেকে ১ ডিসেম্বর পর্যন্ত আট দফায় ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এরপর আদালত জেরা শেষে ৬ ও ৭ ডিসেম্বর ৩৪২ ধারায় ১৫ আসামির লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহণের পর চার দিনের যুক্তিতর্কের দিন ধার্য করেন।
এর আগে আজ সকাল ৯টার দিকে জেলা কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় ওসি প্রদীপসহ এ মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শাপলাপুর পুলিশের তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের পর র্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম একই বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে এ মামলার ১৫ আসামি কারাগারে রয়েছেন।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণার দিন ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার দেশের বহুল আলোচিত এ মামলার যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন কক্সবাজার আদালত।
এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাবেক ওসি প্রদীপের আইনজীবী রানা দাশগুপ্তের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়।
আদালত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার আসামি বরখাস্ত পুলিশের ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার দাশ এবং টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রানা দাশগুপ্ত তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রদীপের পক্ষে রানা দাশ গুপ্তের অসমাপ্ত যুক্তিতর্ক আজ বুধবার শেষ হয়েছে।
এর আগে সোমবার পর্যন্ত এ মামলার ১৩ জন আসামির পক্ষে আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, আজ আসামি প্রদীপের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রানা দাশগুপ্ত তাঁর অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে ১৫ আসামির যুক্তিতর্ক শেষ হয়েছে। আদালত ৩১ জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেছেন।
পিপি বলেন, এ মামলায় গত বছরের ২৩ আগস্ট থেকে ১ ডিসেম্বর পর্যন্ত আট দফায় ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এরপর আদালত জেরা শেষে ৬ ও ৭ ডিসেম্বর ৩৪২ ধারায় ১৫ আসামির লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহণের পর চার দিনের যুক্তিতর্কের দিন ধার্য করেন।
এর আগে আজ সকাল ৯টার দিকে জেলা কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় ওসি প্রদীপসহ এ মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শাপলাপুর পুলিশের তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের পর র্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম একই বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে এ মামলার ১৫ আসামি কারাগারে রয়েছেন।
সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ঢুকে পড়েছে। আজ সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন।
৫ মিনিট আগেজমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্কুলশিক্ষার্থী জান্নাতিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মেয়েকে হত্যার অভিযোগে গতকাল রোববার (১১ মে) জান্নাতির বাবা জাহেদুলকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা–পুলিশ। একই সঙ্গে জান্নাতির মা মোর্শেদা ও বড় চাচি কোহিনুর বেগমকে আটক করা হয়েছে।
১১ মিনিট আগেরাজধানীর শেওড়াপাড়ায় দুই বোন হত্যার ঘটনায় গ্রেপ্তার কিশোর (১৪) নিহত মরিয়ম বেগম ও সুফিয়া বেগমের আপন ছোট বোনের ছেলে বলে জানিয়েছে ডিবি। খালার বাড়িতে গিয়ে সাইকেল কেনার জন্য সে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। চুরির বিষয়টি তার মা-বাবাকে জানাতে চাইলে তখন দুই খালাকে হত্যা করে সে।
২৪ মিনিট আগেদেড় লাখ টাকায় বিক্রি করা ফরিদপুরের সেই শিশু তানহাকে (১৪ মাস) মা পপি বেগমের জিম্মায় দিয়েছেন আদালত। আদালত পরবর্তী শুনানি (২ জুন) পর্যন্ত শিশুটি মায়ের জিম্মায় রাখার নির্দেশ দেন। আজ সোমবার ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির আদালত এই আদেশ দেন।
৩০ মিনিট আগে