নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বিভিন্ন কলেজ, মাদ্রাসাসহ ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে। এদিকে ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতারা। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী সরকারি কলেজ, সোনাপুর ডিগ্রি কলেজ, চৌমুহনী এস এ কলেজ, কবিরহাট সরকারি কলেজ, সরকারি মুজিব কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সভা করেছেন পদবঞ্চিত নেতারা।
এর আগে গতকাল রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে এ কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে উক্ত প্রতিষ্ঠানগুলোতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিক্ষোভকারী ছাত্রদল নেতারা জানান, গত ১৭ বছর যাঁরা আন্দোলন–সংগ্রামে মাঠে ছিলেন, আওয়ামী শাসন আমলে নির্যাতনের শিকার হয়েছিলেন, তাঁদের বাদ দিয়ে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে। যা অর্থের বিনিময়ে পকেট কমিটি দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, কিশোর গ্যাং, অছাত্র ও বিবাহিত ব্যক্তিদের দিয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
পদবঞ্চিত নেতারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি প্রত্যাখ্যান করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা করেন। মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্টে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিক্ষুব্ধরা।
বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতা–কর্মীরা বলেন, ঘোষিত ছাত্রদলের কমিটিতে মূল্যায়ন পায়নি রাজনীতির সঙ্গে জড়িত ত্যাগীরা। বরং কমিটিতে স্থান পেয়েছেন কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্র ও ব্যবসায়ীরা। অতি দ্রুত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বিক্ষুব্ধরা। ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্রদের দিয়ে কমিটি দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরের সন্তান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা করেন তাঁরা।
পদবঞ্চিত নেতারা আরও বলেন, ‘স্থানীয় নেতারা কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতাদের ভুল তথ্য দেওয়ায় অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পেয়েছে। কারও পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি নয়, আমরা যোগ্যদের দিয়ে কমিটি চাই। এসব কমিটি অতি দ্রুত বাতিল করতে হবে।’
এদিকে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই কমিটিগুলো থেকে নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে। সরকারি মুজিব কলেজ ছাত্রদলের কমিটির সহসভাপতি মারুফ হাসান রিফাত, সহসভাপতি তানভীর হোসেন ফুয়াদ, কাজী এলাহী, সহসাংগঠনিক সম্পাদক হৃদয় মজুমদার ও বামনী ডিগ্রি কলেজের প্রচার সম্পাদক ইয়াজ উদ্দিন সাকিব পদত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
নোয়াখালীর বিভিন্ন কলেজ, মাদ্রাসাসহ ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে। এদিকে ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতারা। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী সরকারি কলেজ, সোনাপুর ডিগ্রি কলেজ, চৌমুহনী এস এ কলেজ, কবিরহাট সরকারি কলেজ, সরকারি মুজিব কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সভা করেছেন পদবঞ্চিত নেতারা।
এর আগে গতকাল রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে এ কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে উক্ত প্রতিষ্ঠানগুলোতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিক্ষোভকারী ছাত্রদল নেতারা জানান, গত ১৭ বছর যাঁরা আন্দোলন–সংগ্রামে মাঠে ছিলেন, আওয়ামী শাসন আমলে নির্যাতনের শিকার হয়েছিলেন, তাঁদের বাদ দিয়ে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে। যা অর্থের বিনিময়ে পকেট কমিটি দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, কিশোর গ্যাং, অছাত্র ও বিবাহিত ব্যক্তিদের দিয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
পদবঞ্চিত নেতারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি প্রত্যাখ্যান করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা করেন। মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্টে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিক্ষুব্ধরা।
বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতা–কর্মীরা বলেন, ঘোষিত ছাত্রদলের কমিটিতে মূল্যায়ন পায়নি রাজনীতির সঙ্গে জড়িত ত্যাগীরা। বরং কমিটিতে স্থান পেয়েছেন কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্র ও ব্যবসায়ীরা। অতি দ্রুত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বিক্ষুব্ধরা। ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্রদের দিয়ে কমিটি দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরের সন্তান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা করেন তাঁরা।
পদবঞ্চিত নেতারা আরও বলেন, ‘স্থানীয় নেতারা কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতাদের ভুল তথ্য দেওয়ায় অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পেয়েছে। কারও পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি নয়, আমরা যোগ্যদের দিয়ে কমিটি চাই। এসব কমিটি অতি দ্রুত বাতিল করতে হবে।’
এদিকে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই কমিটিগুলো থেকে নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে। সরকারি মুজিব কলেজ ছাত্রদলের কমিটির সহসভাপতি মারুফ হাসান রিফাত, সহসভাপতি তানভীর হোসেন ফুয়াদ, কাজী এলাহী, সহসাংগঠনিক সম্পাদক হৃদয় মজুমদার ও বামনী ডিগ্রি কলেজের প্রচার সম্পাদক ইয়াজ উদ্দিন সাকিব পদত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৭ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৭ ঘণ্টা আগে