Ajker Patrika

রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে চার আরসা সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে চার আরসা সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে সক্রিয় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তারা বিভিন্ন মামলার পলাতক আসামি।

আজ মঙ্গলবার বিকেলে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার রাত তিনটার দিকে উখিয়া উপজেলার বালুখালী ১৩ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এফ ব্লকের নূর মোহাম্মদের ছেলে আনোয়ার শাহ (২৯), ক্যাম্পটির সি-ব্লকের সবু আলমের ছেলে মো. একরাম (২৬), সি-৮ ব্লকের মৃত মোহাম্মদ শাহের ছেলে মো. শাহেদ (২০) ও সি-৩ ব্লকের মৃত আব্দুল করিমের ছেলে সাব্বির আহমেদ (২৭)।

মো. আবু সালাম চৌধুরী জানান, গ্রেপ্তাররা রোহিঙ্গা আশ্রয় শিবিরে সংঘটিত বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সক্রিয় সদস্য। গ্রেপ্তার আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত