Ajker Patrika

নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুড়েছে ৬ দোকান

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১০: ০৫
নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুড়েছে ৬ দোকান। ছবি: সংগৃহীত
নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুড়েছে ৬ দোকান। ছবি: সংগৃহীত

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর হকার্স মার্কেটে আগুনে অন্তত ছয়টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৩টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চার্জের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে আগুনের সূত্রপাত হয়। বাজারের স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু তার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে একটি ছাপাখানা, একটি প্লাস্টিকের খেলনা দোকানসহ অন্তত ছয়টি দোকান পুড়ে যায়।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা চার্জ দেওয়ার দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত