Ajker Patrika

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে তেল চুরি, ১৫ দিনে আটক ৯

প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে তেল চুরি, ১৫ দিনে আটক ৯

চট্টগ্রাম বন্দরে আসা জাহাজ থেকে প্রতিনিয়ত তেল চুরি করছে বেশ কয়েকটি সিন্ডিকেট। বিগত ১৫ দিনে নয়জনকে ৫ হাজার ৩৭৫ লিটার চোরাই তেলসহ হাতেনাতে ধরেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সবশেষ আজ রোববার ভোররাতে পতেঙ্গার নেভাল এলাকার বাটারফ্লাই পার্কের পাশ থেকে ৪ জনকে আটক করেছে পতেঙ্গা থানা-পুলিশ। 
 
আটককৃতরা হলেন-মো. ইকবাল, কামাল উদ্দিন, মো. ইরান ও নজরুল ইসলাম। তাঁরা সবাই পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকার। 

পতেঙ্গা থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা সুবীর পাল বলেন, তাঁরা চারজন সাব্বির সাদিয়া এন্টারপ্রাইজ নামে একটি দোকানের কর্মচারী। দোকানটি কর্ণফুলী নদীর তীর ঘেঁষে দক্ষিণ পতেঙ্গা এলাকায় অবস্থিত। বন্দরে আসা জাহাজ থেকে তেল চুরি করে এ দোকানেই রাখা হতো। সেখান থেকে ড্রামে ভর্তি করে ট্রাকে বা ভ্যান গাড়িতে করে ক্রেতার কাছে পাঠিয়ে দেওয়া হতো। 

সুবীর পাল আরও বলেন, আজ রোববার ভোররাতে ৭ ড্রাম ভর্তি প্রায় ১ হাজার ২০০ লিটার তেল উদ্ধার করেছি। তবে দোকানের মালিকের নাম বলছে না কর্মচারীরা। আমরা তাঁকে খোঁজার চেষ্টা করছি। 

এর আগে ২৬ জুলাই মধ্যরাতে ঠিক একই জায়গা থেকে চোরাই তেলসহ মো. শওকত ও মিন্টু বড়ুয়া নামে দুজনকে আটক করেছিল র‍্যাব। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ২ হাজার ৭৫ হাজার লিটার চোরাই তেল। এরা দক্ষিণ পতেঙ্গার ঠিক একই এলাকায় তেলের ড্রামভর্তি ট্রাক নিয়ে অপেক্ষায় ছিলেন। র‍্যাব সদস্যদের দেখতে পেয়ে পালানোর চেষ্টার সময় ধাওয়া দিয়ে তাঁদের আটক করে র‍্যাব সদস্যরা। এ ছাড়া চার দিন আগে গত ৫ জুলাই ওই জায়গা থেকে ১ হাজার ৬৫০ লিটার তেল ও ২৫০ লিটার অকটেনসহ অন্য এক চক্রের ৩ জনকে আটক করে র‍্যাব। 

র‍্যাব-৭ এর উপপরিচালক মুশফিকুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি এখানে বেশ কয়েকটি সিন্ডিকেট চোরাই তেল ব্যবসায় জড়িত। এরা চট্টগ্রাম বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে গোপনে তেল সংগ্রহ করে। পরে খোলা বাজারে বিক্রি করে। তাঁরা দুই ভাবে তেল সংগ্রহ করে। তার মধ্যে একটি হল বিদেশি জাহাজ যখন কর্ণফুলী নদীতে খালাসের জন্য আসে তখন। অন্যটি হল- পদ্মা, মেঘনা, যমুনা তেল বিপণনকারী এসব প্রতিষ্ঠান থেকে ছোট ছোট জাহাজে তেল সারা দেশে পরিবহন হয় তখন। এ সময় মাঝ সমুদ্র থেকে তাঁরা ছোট মোটর লাগিয়ে ড্রামে তেল ভর্তি করে। তারপর কম দামে বাজারে বিক্রি করে। 
 
উপপরিচালক আরও বলেন, এ সিন্ডিকেটের সঙ্গে জাহাজেরও কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত। আমরা এসব সিন্ডিকেটের খবর নিচ্ছি। সবাইকে আইনের আওতায় আনা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত