Ajker Patrika

টেকনাফে র‍্যাব-মাদক কারবারিদের বন্দুকযুদ্ধে গ্রেপ্তার ১

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
টেকনাফে র‍্যাব-মাদক কারবারিদের বন্দুকযুদ্ধে গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে মাদক কারবারিদের বন্দুকযুদ্ধের ঘটনায় মীর কাশেম (২৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শনিবার উপজেলার হোয়াইক্যংয়ের ৩ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় একটি দেশীয় বন্দুক,২টি কার্তুজ ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মীর কাশেম ওই উপজেলার লম্বারবিলের মোহাম্মদ হোসেনের ছেলে। 

র‍্যাব সূত্রে জানা যায়, একদল মাদক কারবারি লম্বাবিল-ঘোনারপাড়াগামী রাস্তার কালভার্টের ওপর ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে এমন সংবাদে র‍্যাব সেখানে যায়। র‍্যাবকে দেখে ৩-৪ জন অস্ত্রধারী মাদক কারবারিরা গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে র‍্যাবও পালটা গুলি চালায়। পরে ঘটনাস্থলে থেকে মীর কাশেমকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। কিন্তু বাকিরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ মীর কাশেম র‍্যাবের তত্ত্বাবধানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

র‍্যাব ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ওই মাদক কারবারিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান, অস্ত্র ও মাদক আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত