Ajker Patrika

শিশুকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৩: ৪৬
শিশুকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোটে অপহরণের ১০ দিন পর পাঁচ বছর বয়সী শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশুর চাচাতো ভাই শাহাদাত হোসেনকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। 

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মেঘা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন মেঘা গ্রামের বাবুলের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ দুপুরের দিকে শিশুটি নিখোঁজ হয়। তাকে না পেয়ে পরদিন চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা। এরপর পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ করেও শিশুটির সন্ধান পায়নি। ঘটনার তদন্ত করতে গিয়ে শাহাদাতের গতিবিধি ও আচার-আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে নজরদারিতে রাখে পুলিশ। গতকাল শাহাদাতকে আটক করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ বস্তাবন্দী অবস্থায় সেপটিক ট্যাংকের পাশে রেখে দেন। 

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত স্বীকার করেন, গত ২৪ তারিখ দুপুরে শিশুটিকে তাদের উঠান থেকে ডেকে নিজের ঘরে নিয়ে গিয়ে হাত-মুখ চেপে ধরে একাধিকবার ধর্ষণ করেন। ধর্ষণের কারণে রক্তপাত হওয়ায় শাহাদাত তাকে মুখ ও গলা চেপে ধরে হত্যা করেন। একপর্যায়ে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দী করে মরদেহটি সেপটিক ট্যাংকে ফেলে দেন। তথ্যের ভিত্তিতে গতকাল রাতেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

জেলা পুলিশ সুপার বলেন, আজ দুপুরে শাহাদাত হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে তাঁকে জেলা কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত