নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ডুবে এক শিশু মারা গেছে। তার মাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাল বাজারের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া রিয়াদ (৪) বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের শাহ আলম মিয়া ও বিউটি বেগম দম্পতির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে উরখুলিয়া গ্রামের আতিক মাঝির নৌকাটি ২০০ বস্তা সিমেন্টসহ অতিরিক্ত মালপত্র নিয়ে ঘাট ছাড়ার আগমুহূর্তে তলিয়ে যায়। এ সময় এক মাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনার পরপরই মাঝি আতিক পালিয়ে যান।
ট্রলারের যাত্রী সালাম মিয়া বলেন, ‘অতিরিক্ত সিমেন্টের বস্তা বোঝাইয়ের কারণে নৌকাটি ভারী হয়ে চোখের সামনেই ডুবে যায়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নাফিজা নিশা জানান, নৌকাডুবির পর দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়। আহত মাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) কাশেম জানান, আশপাশের লোকজনের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে নৌকাটি উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এ ঘটনার একটি শিশু মারা গেছে। অতিরিক্ত মালামাল থাকার কারণে নৌকাটি ঘাটেই তলিয়ে যায়।’
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ডুবে এক শিশু মারা গেছে। তার মাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাল বাজারের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া রিয়াদ (৪) বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের শাহ আলম মিয়া ও বিউটি বেগম দম্পতির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে উরখুলিয়া গ্রামের আতিক মাঝির নৌকাটি ২০০ বস্তা সিমেন্টসহ অতিরিক্ত মালপত্র নিয়ে ঘাট ছাড়ার আগমুহূর্তে তলিয়ে যায়। এ সময় এক মাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনার পরপরই মাঝি আতিক পালিয়ে যান।
ট্রলারের যাত্রী সালাম মিয়া বলেন, ‘অতিরিক্ত সিমেন্টের বস্তা বোঝাইয়ের কারণে নৌকাটি ভারী হয়ে চোখের সামনেই ডুবে যায়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নাফিজা নিশা জানান, নৌকাডুবির পর দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়। আহত মাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) কাশেম জানান, আশপাশের লোকজনের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে নৌকাটি উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এ ঘটনার একটি শিশু মারা গেছে। অতিরিক্ত মালামাল থাকার কারণে নৌকাটি ঘাটেই তলিয়ে যায়।’
ফরিদপুরে ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে শুল্কা (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বাবা মনোহর বিশ্বাসকে চিকিৎসক দেখাতে ওই মাইক্রোবাসটিতে যাচ্ছিলেন ওই নারী ও তার পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় দুর
১৩ মিনিট আগেনরসিংদীর মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালক রুবেল মিয়া (২২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনের এ দূর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেসৌদি আরবের জেদ্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইমরান উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মিয়াজান ফরাজী বাড়ির নূর নবীর ছেলে।
২০ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় বসতঘরে পানি তোলার মটর চুরি করতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অলিরবাপেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে