Ajker Patrika

হালদায় ডিম ছাড়ছে মা মাছ

হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে ডিম ছাড়ছে মা মাছ। হালদায় মা মাছ ডিম ছাড়ার তথ্যটি আজ বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর।

জানা গেছে, গড়দোয়ারা ইউনিয়ন নয়াহাট এলাকার কিছু অংশে সামান্য পরিমাণে ডিম ছাড়ে মা মাছ। নয়ারহাট কুম এলাকায় ডিম সংগ্রহকারীরা সামান্য ডিম সংগ্রহ করেন। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার উপযুক্ত সময়।

মৌসুমের অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টিপাত হলে নদীতে পানি বাড়ে। আর এতে মা মাছ ডিম ছাড়ে।

ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর জানান, দুপুরের দিকে হালদা নদীতে কয়েকটি নৌকায় কিছু নমুনা ডিম পাওয়ার সংবাদ পেয়েছি। নদীতে শতাধিক নৌকা ডিম সংগ্রহ করার জন্য অপেক্ষায় আছে।

কামাল উদ্দিন আরও বলেন, গত কয়েক দিন ধরে সন্ধ্যা ও রাতে হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। তা ছাড়া গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দমকা হাওয়া, বজ্রসহ প্রবল বর্ষণ হওয়ায় হালদা নদীর পানি বেড়েছে।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, এখন মা মাছ ডিম ছাড়ার উপযুক্ত সময়। বৃষ্টি থাকলে আজ বা কাল হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত